আইসিসি টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্ত। প্রায় দেড় বছর পর ফের মাঠে নেমেছেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত, এরপর এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। খেলতে পারেননি গত বছর দেশের মাটিতে হওয়া একদিনের ফরম্যাটের বিশ্বকাপে, হাত কামড়াচ্ছিলেন। অবশেষে চলতি বছরের শুরু থেকেই পুরো দমে অনুশীলন শুরু করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। শুরুর দিকে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও, মাঠে নামার পর আর সেই প্রশ্ন উঠতে দেননি পন্ত, জাতীয় দলের জার্সিতে ফিরেও চেনা ছন্দেই দেখান গেল বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটারকে। ম্যাচ জেতানোর পর ধন্যবাদ জানালেন ভগবানকে।
আরও পড়ুন-দীর্ঘদিন জাতীয় দলে খেললে বিশ্বকাপ তো জিততেই হবে…কার উদ্দেশ্য বার্তা কুলদীপের?
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্ত নেমেছিলেন ফার্স্ট ডাউনে ব্যাটিং করতে, বিরাট কোহলির জায়গায়। কারণ কোহলি ওপেনিং করেছিলেন। ফার্স্ট ডাউনে খেলার যে চাপ এবং দায়িত্ববোধ, সেটা ভালোভাবেই পালন করেছেন পন্ত। খেলা দেখেই বোঝা গেছে আগের থেকে আরও পরিণত বোধ এসেছে তাঁর ব্যাটিংয়ে, হয়েছেন দায়িত্বশীলও। ২৬ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দুর্বল প্রতিপক্ষ বলে জয়ের জন্য কোনওরকম তাড়াহুড়ো করলেন না পন্ত। তবে নিজের ইনিংসে মারলেন চেনা কিছু শট, যার মধ্যে ছিল ফাস্ট বোলারের বিরুদ্ধে ব্যাক সুইপ শটে ছয়। সেই ছয়ের সঙ্গে সঙ্গেই ম্যাচ শেষ করেন পন্ত।
আরও পড়ুন-মধ্যমানের পিচ, স্লো আউটফিল্ডের পর এবার নিম্নমানের খাবার দেওয়ার জন্য কাঠগড়ায় ICC
দলের হয়ে প্রত্যাবর্তনে ২৬ বলে ৩৬ রান করার পর ঋষভ পন্ত ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। কারণ ভগবান, তাঁর সঙ্গে ছিল বলেই এত বড় দুর্ঘটনা কাটিয়ে জীবনযুদ্ধে লড়ে ফের ক্রিকেট মাঠে ফিরতে পেরেছেন তিনি। দুর্ঘটনার পর টানা ২ মাস দাঁত মাজতে পারেননি, টানা ছয় মাস অসম্ভব যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অবশেষে জাতীয় দলে ফিরে রান পেয়েছেন। ম্যাচের শেষে নিজের এক্স হ্যান্ডেলে পন্ত নিজের কিছু শটের ছবি পোস্ট করে লেখেন, ‘ভগবান তোমায় ধন্যবাদ, আমায় বিশ্বাস এবং ভরসা দেওয়ার জন্য ’।
আরও পড়ুন-৩ ম্যাচে বিরাটের স্কোর ১০…অস্ট্রেলিয়া,ইংল্যান্ড যা পারেনি করে দেখাল আয়ারল্যান্ড
উল্লেখ্য এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে এসে রান পেলেও তাঁর আসল পরীক্ষা ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে। কারণ সেই ম্যাচে পাকিস্তানের পেসারদের এই পিচে সামলাতে হবে তাঁকে। পিচের চরিত্র প্রথম দিনে তিনি কিছুটা বুঝতে পারলেও পাকিস্তানের পেসাররা বহুগুনে শক্তিশালী আয়ারল্যান্ডের তুলনায়। তাঁদের দলে রয়েছে মহম্মদ আমির, শাহিন আফ্রিদির মতো বাঁহাতি জোড়ে বোলার। তাই তাঁদের সামলে ভারতকে জেতানোর কঠিন কাজটাই করতে হবে পন্তকে।