বাংলা নিউজ > ক্রিকেট > BCCI central contract 2024: প্রথম চুক্তি রিঙ্কু-মুকেশের! জুরেলরাই দাম পাবেন, নিয়ম BCCI-র, আকাশকে বিশেষ অফার

BCCI central contract 2024: প্রথম চুক্তি রিঙ্কু-মুকেশের! জুরেলরাই দাম পাবেন, নিয়ম BCCI-র, আকাশকে বিশেষ অফার

রিঙ্কু সিং এবং আকাশদীপ। (ফাইল ছবি, সৌজন্যে এপি ও পিটিআই)

রিঙ্কু সিং এবং মুকেশ কুমার প্রথমবার ঢুকলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক চুক্তিতে। তারইমধ্যে আকাশদীপ-সহ পাঁচজন পেসারের জন্য বিশেষ চুক্তির বন্দোবস্ত করা হয়েছে। তাঁদের বিশেষ চুক্তি দিয়েছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক চুক্তিতে ‘অভিষেক’ হল রিঙ্কু সিং এবং মুকেশ কুমারের। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে ৩০ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছেন, তাঁদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিঙ্কু এবং বাংলার পেসার মুকেশও আছেন। তাঁরা দু'জনেই ‘সি’ ক্যাটেগরিতে আছেন। মুকেশের মতো বাংলার অপর পেসার আকাশদীপ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই না পেলেও তাঁর জন্য ‘স্পেশাল’ বন্দোবস্ত করা হয়েছে। আকাশদীপ-সহ পাঁচজন পেসারকে ‘ফাস্ট বোলিং’ চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে বোর্ড। আর সেইসঙ্গে একটি নয়া নিয়মও চালু করেছে। 

সেই নিয়ম অনুযায়ী, ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে খেলোয়াড়রা তিনটি টেস্ট বা আটটি একদিনের ম্যাচ বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন, তাঁদের সরাসরি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে ইতিমধ্যে দুটি টেস্ট খেলে ফেলেছেন ধ্রুব জুরেল এবং সরফরাজ খান। তাঁরা যদি ধরমশালায় খেলেন, তাহলে সরাসরি ‘সি’ ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তারইমধ্যে এবার কোন ভারতীয় খেলোয়াড় কোন ক্যাটেগরির চুক্তিতে আছেন, সেই তালিকা দেখে নিন। 

গ্রেড 'এ+' তালিকা

১) রোহিত শর্মা। 

২) বিরাট কোহলি। 

৩) জসপ্রীত বুমরাহ। 

৪) রবীন্দ্র জাদেজা।

গ্রেড 'এ' তালিকা 

১) রবিচন্দ্রন অশ্বিন। 

২) মহম্মদ শামি। 

৩) মহম্মদ শামি। 

৪) কেএল রাহুল। 

৫) শুভমন গিল। 

৬) হার্দিক পান্ডিয়া।

গ্রেড 'বি' তালিকা 

১) সূর্যকুমার যাদব। 

২) ঋষভ পন্ত। 

৩) কুলদীপ যাদব। 

৪) অক্ষর প্যাটেল। 

৫) যশস্বী জয়সওয়াল।

গ্রেড 'সি' তালিকা

১) রিঙ্কু সিং। 

২) তিলক বর্মা। 

৩) রুতুরাজ গায়কোয়াড়। 

৪) শার্দুল ঠাকুর। 

৫) শিবম দুবে। 

৬) রবি বিষ্ণোই। 

৭) জিতেশ শর্মা। 

৮) ওয়াশিংটন সুন্দর। 

৯) মুকেশ কুমার। 

১০) সঞ্জু স্যামসন। 

১১) আর্শদীপ সিং। 

১২) কেএস ভরত। 

১৩) প্রসিধ কৃষ্ণা। 

১৪) আবেশ খান। 

১৫) রজত পতিদার।

তবে এবার কোন ক্যাটেগরির খেলোয়াড় কত টাকা পাবেন, তা বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। এমনিতে গ্রেড ‘এ+’ তালিকার খেলোয়াড়রা বছরে সাত কোটি টাকা পেতেন। গ্রেড ‘এ’ তালিকার খেলোয়াড়রা পেতেন পাঁচ কোটি টাকা। গ্রেড ‘বি’ তালিকা এবং গ্রেড ‘সি’ তালিকার খেলোয়াড়দের প্রাপ্ত অঙ্কটা যথাক্রমে তিন কোটি টাকা এবং এক কোটি টাকায় ঠেকত। উল্লেখ্য, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, যুজবেন্দ্র চাহাল এবং শিখর ধাওয়ান।

আরও পড়ুন: Ishan-Shreyas excluded from BCCI contract: ইশান ও শ্রেয়সকে ছেঁটে ফেলল BCCI! বাদ গেলেন চুক্তি থেকে, নিজেদের বড় ভাবার মাস

আকাশদীপদের জন্য বিশেষ চুক্তি

দেশের পাঁচজন পেসারকে বিশেষ 'ফাস্ট বোলিং' চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন - আকাশদীপ, উমরান মালিক, যশ দয়াল, বি কাভেরাপ্পা এবং বিজয়কুমার বিশাক।

আরও পড়ুন: Rohit Sharma: যতই তারকা হোক, রঞ্জি না খেললে ব্যান করে দিক! রোহিতের পাশে রাজ্য সংস্থাগুলিও

ক্রিকেট খবর

Latest News

‘আগুনপাখি’কে ত্রিপুরার চাকরিহারাদের কাছে যেতে পরামর্শ কুণালের, জবাব দিল নেটপাড়া বড়পর্দায় জুটি বাঁধছেন ইয়ামি - ইমরান, উঠে আসবে শাহ বানো মামলার কাহিনী ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট রিশিডিউল হবে ফ্রি-তে! পহেলগাঁও আতঙ্কের মাঝে বড় ঘোষণা লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ পরের মাসেই! কোন দিনের মধ্যে রেজাল্ট বেরোবে? জানাল সংসদ এবার অন্য সুরে কাশ্মীরের ইমামরাও! নিন্দায় উপত্য়কা, অঘোষিত বনধ, ৩৫ বছরে এই প্রথম! ‘এটা বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা…’,পহেলগাঁওয়ে হামলায় সরব শাহরুখ কার আদেশে ভগবান পরশুরাম নিজের মাকে করেছিলেন হত্যা? জেনে নিন সেই পৌরাণিক কাহিনি জঙ্গির হাতের অস্ত্র ছিনিয়ে নিতে গিয়েছিলেন! গুলিতে ঝাঁঝরা কাশ্মীরি ঘোড়াওয়ালা

Latest cricket News in Bangla

লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল ভিডিয়ো: উইকেট নিয়ে নিজের দলের সতীর্থকেই মারলেন! PSL 2025-এ অবাক করা মুহূর্ত পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট নয়… সন্ত্রাসী হামলার পরে রাগে ফুঁসছেন শ্রীবৎস অভিষেক নায়ারকে সরিয়ে দেওয়া হচ্ছে জানতেন না রোহিত শর্মা! সামনে এল বড় আপডেট সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার ভারত জবাব দেবে.. গর্জে উঠলেন গম্ভীর! বাইশ গজে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত

IPL 2025 News in Bangla

লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.