বাংলা নিউজ > ক্রিকেট > Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলির ইতিহাসে সেরা বোলিং, দীপকের ৮ বছর আগের রেকর্ড ভাঙলেন সিরাজের রাজ্য দলের সতীর্থ
পরবর্তী খবর
Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলির ইতিহাসে সেরা বোলিং, দীপকের ৮ বছর আগের রেকর্ড ভাঙলেন সিরাজের রাজ্য দলের সতীর্থ
1 মিনিটে পড়ুন Updated: 20 Oct 2023, 08:13 AM ISTAbhisake Koley
Hyderabad vs Chhattisgarh Syed Mushtaq Ali Trophy 2023: ব্যাট হাতে নজর কাড়তে পারেননি তিলক বর্মা। যদিও তার পরেও ছত্তিশগড়ের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি হায়দরাবাদের।
রবি তেজা, মহম্মদ সিরাজ ও তিলক বর্মা। ছবি- ইনস্টাগ্রাম।
ক্যাপ্টেন তিলক বর্মা ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। যদিও তা সত্ত্বেও ছত্তিশগড়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি হায়দরাবাদের। সৌজন্যে রবি তেজার রেকর্ড ভাঙা বোলিং পারফর্ম্যান্স।
বৃহস্পতিবার জয়পুরে মুস্তাক আলির এ-গ্রুপের ম্যাচে ছত্তিশগড়ের মুখোমুখি হয় হায়দরাবাদ। সেই ম্য়াচেই মহম্মদ সিরাজের রাজ্য দলের সতীর্থ রবি তেজা বল হাতে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়েন।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ছত্তিশগড়। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ ১৯.১ ওভারে মাত্র ৯৭ রানে অল-আউট হয়ে যায় ছত্তিশগড়। ব্যাট হাতে দলের হয়ে একা লড়াই চালান শশাঙ্ক সিং। যদিও চোয়ালচাপা হাফ-সেঞ্চুরিতেও ছত্তিশগড়কে ১০০ রানের গণ্ডি পার করাতে পারেননি তিনি। শশাঙ্ক ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫১ রান করে আউট হন। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান বলতে অজয় মণ্ডলের ১০ ও গগনদীপ সিংয়ের ১৩। খাতা খুলতে পারেননি দলের তিনজন ব্যাটার।
হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৩ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন রবি তেজা। উল্লেখযোগ্য বিষয় হল, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে সর্বকালের সেরা ব্যক্তিগত বোলিং পারফর্ম্যান্স এটি। এক্ষেত্রে রবি ভেঙে দেন সার্ভিসেসের দীপক পুনিয়ার রেকর্ড। দীপক ২০১৫ সালে হরিয়ানার বিরুদ্ধে ১৪ রানে ৬টি উইকেট দখল করেন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেরা বোলিং পারফর্ম্যান্স:-
ছত্তিশগড়ের বিরুদ্ধে পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ। তিলক বর্মা ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করে আউট হন। রাহুল সিং ২৫, চন্দন সাহানি ২৫, তন্ময় আগরওয়াল ২১ ও রোহিত রায়াড়ু ১৪ রান করেন। ২টি উইকেট নেন অজয় মণ্ডল। শুভম আগরওয়াল দখল করেন ১টি উইকেট।