বাংলা নিউজ > ক্রিকেট > BEN vs CG Ranji Trophy Day 1 Highlights: সেট হয়েও উইকেট খোয়ালেন মনোজরা, অনুষ্টুপ-অভিষেকের হাত ধরে রঞ্জিতে ২০০ পার বাংলার
পরবর্তী খবর
BEN vs CG Ranji Trophy Day 1 Highlights: সেট হয়েও উইকেট খোয়ালেন মনোজরা, অনুষ্টুপ-অভিষেকের হাত ধরে রঞ্জিতে ২০০ পার বাংলার
4 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2024, 03:58 PM ISTAyan Das
Bengal vs Chhattisgarh Ranji Trophy Day 1 Highlights: রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা এবং ছত্তিশগড়। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ হচ্ছে। আর ম্যাচের প্রথম দিনের শেষে ৭৩ ওভারে বাংলার স্কোর দাঁড়িয়েছে চার উইকেটে ২০৬ রান।
অভিষেক পোড়েল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
সেট হয়েও রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম দিনে উইকেট হারালেন বাংলার ব্যাটাররা। দিনের শেষে ২০০ রানের গণ্ডি পেরিয়েও সেই বিষয়টা বাংলার শিবিরকে চূড়ান্ত হতাশ করে তুলবে। কারণ সেই বিষয়টা কার্যত ‘মাস্টউইন ম্যাচ’-এ ভোগাতে পারে। তবে সেই হতাশার আবহেই যথারীতি আরও একবার বাংলাকে টানছেন অনুষ্টুপ মজুমদার এবং অভিষেক পোড়েল। তাঁদের অপরাজিত ৭৯ রানের (১২৬ বল) জুটির সুবাদেই প্রথম দিনের শেষে বাংলার স্কোর দাঁড়িয়েছে চার উইকেটে ২০৬ রান। তবে আজ পুরো ৯০ ওভারের কোটার খেলা হয়নি। খারাপ আলোর জন্য ৭৩ ওভার খেলা হয়েছে।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ছত্তিশগড়ের ম্যাচের স্কোরকার্ড
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ছত্তিশগড়ের ম্যাচের প্রথম দিনের খেলার আপডেট
— খারাপ আলোর জন্য প্রথমদিনে আরও খেলা হল না। স্টাম্প হয়ে গেল প্রথম দিনে। প্রথম দিনে চার উইকেট হারিয়ে বাংলা তুলল ২০৬ রান। ক্রিজে আছেন অভিষেক পোড়েল (৪২ রান) এবং অনুষ্টুপ মজুমদার (৫৫ রান)।
— অনুষ্টুপ মজুমদার এবং অভিষেক পোড়েলের সৌজন্যে ২০০ রানের গণ্ডি পার করল বাংলা। কিন্তু কম আলোর কারণে খেলা থমকে আছে। আপাতত বাংলার স্কোর ৭৩ ওভারে চার উইকেটে ২০৬ রান। ৯৪ বলে ৫৫ রান করেছেন অনুষ্টুপ। ৭৫ বলে ৪২ রানে খেলছেন অভিষেক।
— অর্ধশতরান করলেন অনুষ্টুপ মজুমদার। বাংলার বাকি ব্যাটার যখন ভালো শুরু করে আউট হয়ে গিয়েছেন, তখন অর্ধশতরান করে ফেললেন অনুষ্টুপ। ৬৯ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ১৮৬ রান। অনুষ্টুপকে যোগ্যসংগত করছেন অভিষেক পোড়েল। ৩২ রানে খেলছেন তিনি।
— চা-পানের বিরতি হল কলকাতার ইডেন গার্ডেন্সে। ৬০ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ১৫৪ রান। ৬৩ বলে ৩৬ রানে অপরাজিত আছেন অনুষ্টুপ মজুমদার। ২৮ বলে ১৫ রানে খেলছেন অভিষেক পোড়েল।
— ঘুরেফিরে বাংলার ব্যাটিংয়ের সেই দায়িত্ব এসে পড়ল অনুষ্টুপ মজুমদারের কাঁধে। তাঁকে অবশ্য যোগ্যসংগত করছেন অভিষেক পোড়েল। ৬০ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ১৫৪ রান। ৬৩ বলে ৩৬ রানে খেলছেন অনুষ্টুু। ২৮ বলে ১৫ রানে খেলছেন অভিষেক।
— ফের ফ্লপ হলেন মনোজ তিওয়ারি। অধিনায়ক হিসেবে এবার একটি ম্যাচেও ব্যাট হাতে দায়িত্ব নিতে পারলেন না। ৫১ বলে ১৯ রান করে আউট হয়ে গেলেন। ৫২ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ১২৭ রান।
— ১০০ রানের গণ্ডি পার করল বাংলা। ৪৩.৩ ওভারে বাংলার স্কোর তিন উইকেটে ১০২ রান। ২২ বলে ১৪ রানে অপরাজিত আছেন অনুষ্টুপ মজুমদার। ২১ বলে পাঁচ রানে খেলছেন মনোজ তিওয়ারি।
— লাঞ্চের পরই উইকেট হারাল বাংলা। আউট হয়ে গেলেন সুদীপকুমার ঘরামি। বেশ ভালো খেলছিলেন তিনি। কিন্তু ৪৯ রানের বেশি করতে পারলেন না। ৩৭.৩ ওভারে বাংলার স্কোর তিন উইকেটে ৯৩ রান। চূড়ান্ত হতাশ হবেন সুদীপ। চূড়ান্ত হতাশ হবে বাংলাও।
— রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ছত্তিশগড়ের ম্যাচের প্রথম দিনের খেলার লাঞ্চ। ৩৪ ওভারে বাংলার স্কোর এক উইকেটে ৮০ রান। ক্রিজে আছেন সুদীপকুমার ঘরামি। ৬৬ বলে ৪২ রান করেছেন। সঙ্গে আছেন অনুষ্টুপ মজুমদার। এক বলে চার রান করেছেন। তবে লাঞ্চের সাত বল আগে উইকেট হারানোয় হতাশ হবে বাংলা। লাঞ্চটা বিঃস্বাদ লাগবে শ্রেয়াংশ ঘোষেরও।
— লাঞ্চের ঠিক আগে ধাক্কা খেল বাংলা। আউট হয়ে গেলেন শ্রেয়াংশ ঘোষ। ১১০ বল ধরে মাটি আঁকড়ে যে লড়াইটা করলেন, সেটা মূল্যহীন হয়ে গেল। ১১১ বলে ২২ রান করলেন তিনি। ৩২.৫ ওভারে বাংলার স্কোর দু'উইকেটে ৭৫ রান। সুদীপকুমার ঘরামি এবং শ্রেয়াংশের জুটিতে ৫১ রান ওঠে।
— ৩২ ওভারে বাংলার স্কোর এক উইকেটে ৭০ রান। সৌরভ পালের উইকেট হারানোর পর বাংলার আর কোনও বিপদ হতে দেননি শ্রেয়াংশ ঘোষ এবং সুদীপকুমার ঘরামি। ১০৭ বলে ২২ রান করেছেন শ্রেয়াংশ। আর ৫৯ বলে ৩৬ রান করেছেন সুদীপ।
— রঞ্জি ট্রফিতে তো বাংলার ম্যাচ চলছে। কিন্তু তিন বছর আগে আজকের দিনে কী হয়েছিল, সেটা মনে আছে তো? ঠিক! একদম ঠিক বলেছেন। তিন বছর আগে আজকের দিনেই গাব্বায় সেই ঐতিহাসিক টেস্ট জিতেছিল ভারত। দুর্দান্ত ৯১ রান করেছিলেন শুভমন গিল। অপরাজিত ৮৯ রান করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন ঋষভ পন্ত। শরীর একের পর এক বল আছড়ে পড়লেও লড়াই ছাড়েননি চেতেশ্বর পূজারা। লড়াকু অর্ধশতরান করেছিলেন। একটা ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলেছিলেন অজিঙ্কা রাহানে। যা ভারতের জয়ের মনোভাব তুলে ধরেছিল। আর সেই গাব্বা টেস্ট জয়ের সুবাদে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল ভারত।
— ২০ ওভার শেষে বাংলার স্কোর এক উইকেটে ৪৭ রান। ক্রিজে আছেন শ্রেয়াংশ ঘোষ (৫৮ বলে ১৩ রান) এবং সুদীপকুমার ঘরামি (৩৬ বলে ২২ রান)। তাঁদের জুটিতে ইতিমধ্যে ২৭ রান যোগ হয়েছে। অর্থাৎ শুরুটা ভালো হয়েছে। এবার ওই জুটি যতটা বেশি রান যোগ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে শ্রেয়াংশ এবং সুদীপকে। যে শ্রেয়াংশ কানপুরের কঠিন পিচে ভালো খেলেছিলেন। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাবে।
— নবম ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারাল বাংলা। আউট হয়ে গেলেন সৌরভ পাল।২৬ বলে ১২ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন। ৮.৫ ওভারে বাংলার স্কোর এক উইকেটে ২০ রান। বাংলা একেবারেই চায়নি যে এরকম ধাঁচে শুরুটা হোক।
— বাংলার প্রথম একাদশ: সৌরভ পান, শ্রেয়াংশ ঘোষ, সুদীপকুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (অধিনায়ক), শুভম চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, করণ লাল, ইশান পোড়েল, মহম্মদ কাইফ এবং সুরজ সিন্ধু জয়সওয়াল। দলে ঢুকেছেন শুভম।
— কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরল রঞ্জি ট্রফি। ২০২৪ সালে এটাই ইডেনের প্রথম রঞ্জি ম্যাচ। যে ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ছত্তিশগড়। এই ম্যাচে বাংলাকে সরাসরি জিততেই হবে। নাহলে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রবল চাপে পড়ে যাবে। তাই ঘরের মাঠে প্রথমে ব্যাট করে একটা বড় রান তুলতে চাইবেন মনোজ তিওয়ারিরা।
— ছয় পয়েন্ট চাই - এই অবস্থায় ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামল বাংলা। ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করছেন মনোজ তিওয়ারিরা। প্রথম ইনিংসে বড় একটা স্কোর তুলতে মরিয়া তাঁরা। কারণ এই ম্যাচে বাংলা যদি ছয় পয়েন্ট না পায়, তাহলে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘বি’-তে অনেকটা পিছিয়ে পড়বে। সেখান থেকে প্রত্যাবর্তন করা অত্যন্ত দুষ্কর হবে। কিন্তু বাংলা কি প্রথম ইনিংসে বড় রান তুলতে পারবে, সেটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় নজর রাখুন। যেখানে রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ছত্তিশগড়ের ম্যাচের লাইভ স্কোরকার্ড এবং টাটকা আপডেট দেখতে পাবেন।