রবিবার (১৮ মে) বিকেলে জয়পুরের সোওয়াই মানসিং স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আঙুলে চোট নিয়েই দুরন্ত লড়াই করলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের গুরুত্বপূর্ণ সময়ে ২৫ বলে ৩০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন। সঙ্গে স্পর্শ করলেন একটি মাইলস্টোনও।
চোট সত্ত্বেও শ্রেয়স আইয়ার ম্যাচটি খেলেছেন
ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার (১৭ মে) অনুশীলনের সময়েই আঙুলে চোট পয়েছিলেন শ্রেয়স। তবু তিনি রাজস্থান দলের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নেন। ম্যাচের দিন দেখা যায়, আঙুলে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে টস করতে এসেছিলেন শ্রেয়স। চোটের অবস্থা দেখে অনেকেই আশা করেছিলেন যে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে আইয়ার হয়তো ব্যাট করবেন না, কিন্তু পঞ্জাব কিংসের অধিনায়ক কেবল মাঠে নামার সিদ্ধান্তই নেননি, বরং তাঁর ব্যাটিং দিয়ে দলের স্কোরেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেন শ্রেয়স
যাইহোক এদিন পঞ্জাব কিংস টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু শুরুতেই তারা বড় ধাক্কা খায়। তারা ব্যাট করতে নেমেই একেবারেই গতি হারিয়ে বেলাইনে চলে যায়। ৩.১ ওভারে ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে থাকে। ততক্ষণে সাজঘরে ফিরে গিয়েছেন প্রিয়াংশ আর্য (৭ বলে ৯), মিচ ওয়েন (২ বলে ০) এবং প্রভসিমরন সিং (১০ বলে ২১)। এই কঠিন পরিস্থিতিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শ্রেয়স। মাথা ঠাণ্ডা রেখে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। পাশে পান নেহাল ওয়াধেরাকে।
চাপের পরিস্থিতিতে তাঁর সংযমের জন্য পরিচিত শ্রেয়স আইয়ার। তিনি এদিন তুষার দেশপাণ্ডের বলে মিড-উইকেটের পাশ দিয়ে একটি স্টাইলিশ ফ্লিক বাউন্ডারি মেরে নিজের রানের খাতা খোলেন। শ্রেয়স এই ম্যাচে ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন। গরম এবং চোটের চাপ নিয়েও, তিনি কিছু দুর্দান্ত শট খেলেন, যা পঞ্জাব কিংসকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করে। চতুর্থ উইকেটে নেহাল ওয়াধেরার সঙ্গে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শ্রেয়স, যেটা পঞ্জাবকে বড় অক্সিজেন দেয় এবং তারা ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়।
স্পর্শ করেন বাউন্ডারি হাঁকানোর মাইলস্টোন
এদিন যশস্বী জয়সওয়ালের হাতে লং-অফে ধরা পড়ার আগে, শ্রেয়স মোট পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। এখন আইপিএলে শ্রেয়সের মোট বাউন্ডারির সংখ্যা ৩০৩টি। আঙুলের চোট নিয়েই আইপিএলে ৩০০টি বাউন্ডারির হাঁকানোর মাইলস্টোনও স্পর্শ করে ফেললেন পঞ্জাব কিংসের অধিনায়ক।