আইসিসি টি২০ বিশ্বকাপে দঃ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্য়াম্পিয়ন হয় ভারত। টি২০ বিশ্বকাপের ট্রফি প্রথমবারের জন্য ছুঁয়ে দেখার স্বাদ পান বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা এর আগে দেশের জার্সিতে এই প্রতিযোগিতা জিতলেও বিরাটের সেই সুযোগ হয়নি কখনও। এবারই প্রথম ফাইনালে দুরন্ত ইনিংস খেলে টি২০ বিশ্বকাপ জিতেছেন কোহলি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি২০ বিশ্বকাপ। ক্রিকেটে যে যে ট্রফি একজন ক্রিকেটার জিততে পারেন প্রায় সবই জিতে ফেলেছেন কোহলি, বাকি বলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটারও সুযোগ রয়েছে ভারতের সামনে। এরই মধ্যে দেশে ফিরতেই তাঁর এক ভিডিয়ো প্রকাশ করল ক্রীড় সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমা, যেখানে দেখা যাচ্ছে বিন্দাস মেজাজেই রয়েছেন কোহলি।
আরও পড়ুন-হাসপাতালে অসহ্য যন্ত্রণা কাটিয়ে বিশ্বকাপ জয়! ঋষভের পোস্ট চোখে জল আনবে আপনারও! দেখুন ভিডিয়ো
টি২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন ৩৫ বছর বয়সী কোহলি, আর কটা বছর ওডিআই-টেস্ট খেলবেন তিনি। তারপরই ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের খেলা আর দেখতে পারবে না কেউ। সচিন তেন্ডুলকর থাকার সময়ই উঠে এসেছিলেন কোহলি। কিন্তু কোহলি থাকার সময় এখনও তেমন কোনও তারকাকে দেখতে পায়নি ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল নামল দিল্লিতে। এরপরই বিরাট কোহলির সঙ্গে যুক্ত থাকা ক্রীড়া প্রস্তুতকারক সংস্থা পুমা এক ভিডিয়ো প্রকাশ করল যেখানে দেখা যাচ্ছে উদ্দাম নাতে মত্ত কিং কোহলি।
আরও পড়ুন-বয়স বাড়ছে, খেলায় ছাপ পড়ছে! অবশেষে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শাকিব...
আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয়ের পর রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলদের সঙ্গে নিয়েই পঞ্জাবি গানে নেচে ছিলেন বিরাট কোহলি। বরাবরই মাঠের মধ্যে ভালো কোনও ঘটনা ঘটলেও কোমর দুলিয়ে থাকেন তিনি। ডালের মেহেন্দির গানের সঙ্গে ফাইনাল ম্যাচে কোমর দোলানোর পর এবার পুমার দেওয়া ভিডিয়োতেও নিজের ডান্স স্কিল দেখিয়ে দিলেন বিরাট। তবে ভাঙরা বা কোনও ভারতীয় নৃত্য নয়, একান্তই নিজের সিগনেচার স্টাইলে ডান্স করলেন কোহলি, একই সঙ্গে হল সেই সংস্থার বিজ্ঞাপনও। ক্যাপশনে তাঁরা লেখেন, 'কামিং ব্যাক হোম লাইক বিরাট কোহলি'। বিশ্বকাপ জেতা কোহলিকেও দেখা গেল বেশ খোশমেজাজে, লিফট থেকে বেরিয়েই কোমর দোলাতে শুরু করলেন তিনি ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়।
আরও পড়ুন-মাঠে নেমেই ইংরেজ বধ উথাপ্পাদের! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভাজ্জিও, জিতল ভারত
২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ অভিযান বিরাট কোহলির অতটা ভালো যায়নি। একসময় রানই পাচ্ছিলেন না ব্যাটে। কিন্তু ফাইনাল ম্যাচে ক্রিকেট ঈশ্বর তাঁর পাশেই ছিলেন। ৫৯ বলে তাঁর করা ৭৬ রানের ইনিংসই ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করে, একইসঙ্গে কোহলির হাতে তুলে দেয় টি২০ বিশ্বকাপের ট্রফি।