বাংলা নিউজ > ক্রিকেট > জলে গেল সূর্যের হাফসেঞ্চুরি, প্রিয়াংশ-ইংলিস জুটির কাছে হার মানল MI, ১১ বছর পর IPL প্লে-অফে PBKS, সেই সঙ্গে উঠল শীর্ষে
পরবর্তী খবর

জলে গেল সূর্যের হাফসেঞ্চুরি, প্রিয়াংশ-ইংলিস জুটির কাছে হার মানল MI, ১১ বছর পর IPL প্লে-অফে PBKS, সেই সঙ্গে উঠল শীর্ষে

জলে গেল সূর্যের হাফসেঞ্চুরি, প্রিয়াংশ-ইংলিস জুটির কাছে হার মানল MI, ১১ বছর পর IPL প্লে-অফে PBKS, সেই সঙ্গে উঠল শীর্ষে। ছবি: পিটিআই

দুরন্ত ছন্দে পঞ্জাব কিংসের ব্যাটাররা। সোমবার (২৬ মে) আইপিএলের ৬৯তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে ৭ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় পঞ্জাব। সেই সঙ্গে তারা পৌঁছে গেল আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের শীর্ষে। এদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বই লিগ পর্ব শেষ করল চারে থেকেই। তাদের আর পজিশন বদলানোর কোনও সম্ভাবনা নেই। চতুর্থ টিম হিসেবেই তারা প্লে-অফে খেলতে নামবে।

এদিকে পঞ্জাব শীর্ষে ওঠায়, দুইয়ে নেমে গেল গুজরাট টাইটান্স। তিনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা আবার মঙ্গলবার (২৬ মে) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে বেঙ্গালুরু জিতলে তিনে নেমে যাবে গুজরাট টাইটান্স। সেক্ষেত্রে আরসিবি এবং পিবিকেএস-এর রানরেটের উপর নির্ভর করবে কোন দল শীর্ষে এবং কোন দল দুইয়ে শেষ করবে। পঞ্জাবের দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত। বাকি কোন দল দুইয়ের মধ্যে শেষ করবে, সেটাই এখন দেখার!

আরও পড়ুন: ক্রিকেটে এমনও সম্ভব! পুরো দল অলআউট হয়ে গেল মাত্র ২ রানে, ৪২৪ রানে লজ্জার হার, ভাঙল ২১৫ বছরের পুরনো রেকর্ড

সূর্যের হাফসেঞ্চুরিতে অক্সিজেন পায় মুম্বই

টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে মুম্বই শুরুটা ভালো করতে পারেনি। শুরুটা খুবই মন্থর হয়েছিল। টেস্ট থেকে অবসর নেওয়ার পর, রোহিত শর্মা যেন ফের ছন্দে হারিয়ে ফেলেছেন। একটু খেলছিলেন রায়ান রিকেলটন। কিন্তু তিনি ২০ বলে ২৭ করে মার্কো জানসেনের ডেলিভারিতে শ্রেয়সকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। রোহিত এদিন সেভাবে কিছুই করতে পারেননি। ২১ বলে ২৪ করে আউট হন তিনি। হরপ্রীত ব্রারের হলে নেহাল ওয়াধেরাকে সহজ ক্যাচ দেন।

তবে রিকেলটন আউট হলে তিনে ব্যাট করে নেমেছিলেন সূর্যকুমার যাদব। তিনি কিন্তু নিজের ছন্দে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। তবে সূর্যকে সঙ্গত করার মতো কেউ ছিলেন না। সূর্য নামার পরে রোহিত সাজঘরে ফেরেন। এর পর তিলক বর্মা (১), উইল জ্যাকস (১৭) নিরাশ করেন। ছয়ে নেমে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া কিছুটা হলেও সূর্যের সঙ্গে মুম্বইয়ের হাল ধরেছিলেন। তবে একবার তিনি জীবনদান পেয়েছেন। শূন্য রানের মাথায় নিজের বলেই হার্দিকের ক্যাচ ফেলে দেন বিজয়কুমার বৈশক। সেই সুযোগ পেয়েও, হার্দিক বিশেষ কাজে লাগাতে পারেননি। দু'টি চার এবং দু'টি ছয়ের হাত ধরে তিনি ১৫ বলে ২৬ রান করে জানসেনের ডেলিভারিতে জোশ ইংলিসকে ক্যাচ দেন।

আরও পড়ুন: একজন অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে, ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ… শুভমন গিলকে কেন একথা বললেন গাভাসকর?

একটা সময় মনে হচ্ছিল, ১৭০-রও পার করতে পারবে না মুম্বই। তবে ১৯তম ওভারে বিজয়কুমার বৈশককে পিটিয়ে ২৩ রান নেন নমন ধীর এবং সূর্যকুমার যাদব। তবে শেষ ওভারে বল করতে এসে আর্শদীপ সিং প্রথম ডেলিভারিতেই ফেরান নমন ধীরকে। দু'টি ছয়ের হাত ধরে ১২ বলে ২০ করে প্রিয়াংশ আর্যকে ক্যাচ দেন নমন। তা না হলে হয়তো মুম্বই রান আরও একটু বাড়ত। ওভারের শেষ বলে সূর্যকুমার যাদবকেও এলবিডব্লিউ করেন আর্শদীপ। তবে স্কাইয়ের ৩৯ বলে ৫৭ রানের ইনিংসই মুম্বইয়ের জন্য বড় অক্সিজেন হয়। তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছক্কা এবং ৬টি চারে। এই ওভার থেকে মাত্র তিন রান হয়। তা না হলে হয়তো মুম্বইয়ের স্কোর ২০০ টপকে যেত। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে সাত উইকেটে ১৮৪ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

পঞ্জাবের সবচেয়ে সফল বোলার আর্শদীপ সিং। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া মার্কো জানসেন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট এবং বিজয়কুমার ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন। আর্শদীপ সিং আবার ৪ ওভারে ৩৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: কোনও প্লেয়ারকে ২০ কোটিতেই কেনা হোক, বা ২ কোটি, তাঁর আচরণ… বেঙ্কটেশ আইয়ারের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন KKR অধিনায়ক

সহজ জয় ছিনিয়ে নিল পঞ্জাব

রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারেই প্রভসিমরন সিংয়ের উইকেট হারায় পঞ্জাব কিংস। ১৬ বলে ১৩ করে জসপ্রীত বুমরাহের বলে অশ্বিনী কুমারকে তিনি ক্যাচ দেন। তবে আর এক ওপেনার প্রিয়াংশ আর্য নিজের চেনা মেজাজে ব্যাট করতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন জোশ ইংলিশ। দুই তারকাই হাফসেঞ্চুরি পূরণ করেন। এবং দলের জয়ের ভিত তৈরি করে দেন। দ্বিতীয় উইকেটে প্রিয়াংশ এবং ইংলিশ মিলে ১০৯ রান যোগ করেন। তবে ১৫তম ওভারে প্রথম বলে মিচেল স্যান্টনার সাজঘরে ফেরান প্রিয়াংশকে। ততক্ষণে পঞ্জাবের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ২টি ছক্কা এবং ৯টি চারের হাত ধরে ৩৫ বলে ৬২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। ইংলিশ সাজঘরে ফেরেন ১৮তম ওভারে। তখন জয়ের দরজার সামনে দাঁড়িয়ে পঞ্জাব। জয়ের জন্য তখন আর মাত্র ১৪ রানের দরকার ছিল। ৪২ বলে ৭৩ করে স্ট্যান্টনারের ডেলিভারিতে আউট হন ইংলিশ। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা, ৯টি চার। এরপর বাকি কাজটা শ্রেয়স আইয়ার এবং নেহাল ওয়াধেরা মিলে করে দেন।

Latest News

জলে সূর্যের লড়াই, প্রিয়াংশ-ইংলিস জুটির কাছে হারল MI,১১ বছর পর IPL প্লে-অফে PBKS বিধানসভার অধিবেশন ‘‌অপারেশন সিঁদুর’‌, বিলে রাজ্যপালের স্বাক্ষরে সংশোধনী প্রস্তাব ভবেন ও নগেন কি পাবে তাঁদের স্বপ্নের চাবির সন্ধান? প্রকাশ্যে 'চাবিওয়ালা'র ট্রেলার দালালের সাহায্যে অবৈধ পথে ভারতে, নদিয়ায় ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার আগামী বছরেই বিয়ে! 'আমার সুকান্তই তো প্রথম সম্পর্ক নয়…' তার আগে যা বললেন অনন্যা বকেয়া ২৫% DA-র সঙ্গে সুদ পাবেন? গ্র্যাজুইটি ও লিভ এনক্যাশমেন্ট মিলবে? সামনে সবটা গ্রাম্য পরিবেশে যেন এক টুকরো শান্তির নীড়! চলুন ঘুরে দেখা যাক রবিনা বাগানবাড়ি PBKS-এর বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি, সচিনের নজির ভাঙলেন সূর্য, করলেন বিশ্বরেকর্ড BCCI-এর বৈষম্যের নীতি নিয়ে গুরুতর অভিযোগ ভারতীয় মহিলা ক্রিকেটারের, শুরু বিতর্ক 'আমার বস'-এর হল ভিজিটে গিয়ে শিবপ্রসাদের মুখে রক্তবীজ ২র নাম, কী করলেন দর্শকরা

Latest cricket News in Bangla

PBKS-এর বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি, সচিনের নজির ভাঙলেন সূর্য, করলেন বিশ্বরেকর্ড BCCI-এর বৈষম্যের নীতি নিয়ে গুরুতর অভিযোগ ভারতীয় মহিলা ক্রিকেটারের, শুরু বিতর্ক T20-তে হার্দিকের তিনশোর অনন্য রেকর্ড, বিশেষ মাইলস্টোন স্পর্শ করলেন MI অধিনায়ক ভিডিয়ো- কেউ কিছু শুনছেই না… রেগে লাল ‘ক্যাপ্টেন কুল’, ধোনিও তবে মেজাজ হারান? ১৪ হাজারের বেশি রান রয়েছে, সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার ভিডিয়ো- ইংল্যান্ড সফরের আগে চাপে গম্ভীর? সেই কারণেই কি ছুটলেন কামাখ্যা মন্দিরে? চোখ দু'টো পুরো তোমার মতো… জাহিরের ডুপ্লিকেট খুঁজে পেলেন কোহলি- ভিডিয়ো বদলি ক্রিকেটার হিসেবে IPL-এ নজর কাড়েন মুস্তাফিজুর, তবে বড় মাশুল গুনছে বাংলাদেশ অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে, ব্যবহার গুরুত্বপূর্ণ… গিলকে কেন বললেন গাভাসকর? পুরো দল অলআউট হয়ে গেল মাত্র ২ রানে, ৪২৪ রানে হার, ভাঙল ২১৫ বছরের পুরনো রেকর্ড

IPL 2025 News in Bangla

জলে সূর্যের লড়াই, প্রিয়াংশ-ইংলিস জুটির কাছে হারল MI,১১ বছর পর IPL প্লে-অফে PBKS PBKS-এর বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি, সচিনের নজির ভাঙলেন সূর্য, করলেন বিশ্বরেকর্ড BCCI-এর বৈষম্যের নীতি নিয়ে গুরুতর অভিযোগ ভারতীয় মহিলা ক্রিকেটারের, শুরু বিতর্ক ভিডিয়ো- কেউ কিছু শুনছেই না… রেগে লাল ‘ক্যাপ্টেন কুল’, ধোনিও তবে মেজাজ হারান? চোখ দু'টো পুরো তোমার মতো… জাহিরের ডুপ্লিকেট খুঁজে পেলেন কোহলি- ভিডিয়ো বদলি ক্রিকেটার হিসেবে IPL-এ নজর কাড়েন মুস্তাফিজুর, তবে বড় মাশুল গুনছে বাংলাদেশ কাউকে ২০ কোটিতেই কেনা হোক,বা ২ কোটি,তাঁর আচরণ… বেঙ্কটেশকে নিয়ে মুখ খুললেন রাহানে IPL 2025-এ KKR-এর ফ্লপস্টার বেঙ্কটেশ আইয়ারের ১ রানের দাম প্রায় ১৭ লক্ষ টাকা! তবে তাই হোক! ভক্তের আবদারে প্রীতি জিন্টার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ ডু'প্লেসির IPL-এর ইতিহাসে নিজেদের সব থেকে বড় হার KKR-এর, শেষ ম্যাচে লজ্জায় ডুবল কলকাতা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.