
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রথম ইনিংসের নিরিখে ৬২ রানে পিছিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করল শ্রীলঙ্কা। আসলে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস সস্তায় গুটিয়ে দিয়েই ম্যাচে ফেরে দ্বীপরাষ্ট্র। যদিও শেষ ইনিংসে শ্রীলঙ্কার সামনে যে জয়ের লক্ষ্যমাত্রা রয়েছে, তা টপকে যাওয়া নিতান্ত সহজ হবে না ধনঞ্জয়া ডি'সিলভাদের পক্ষে।
ওভালে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩২৫ রান। ওলি পোপ ১৫৪ ও বেন ডাকেট ৮৬ রান করেন। ৩টি উইকেট নেন শ্রীলঙ্কার মিলান রত্নায়কে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৩ রানে। পাথুম নিশঙ্কা ৬৪, ধনঞ্জয়া ডি'সিলভা ৬৯ ও কামিন্দু মেন্ডিস ৬৪ রান করেন। ৩টি করে উইকেট নেন ইংল্যান্ডের জোশ হাল ও ওলি স্টোন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল-আউট হয় মাত্র ১৫৬ রানে। জেমি স্মিথ দলের হয়ে সব থেকে বেশি ৬৭ রান করেন। ৫০ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৩৫ বলে ৩৫ রান করেন ড্যান লরেন্স। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা?
বেন ডাকেট ৭, ওলি পোপ ৭, জো রুট ১২, হ্যারি ব্রুক ৩, গাস অ্যাটকিনসন ১, ওলি স্টোন ১০, জোশ হাল ৭ ও শোয়েব বশির ৪ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি ক্রিস ওকস।
শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন লাহিরু কুমারা। ৪০ রান খরচ করে ৩টি উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো। ৪৯ রানে ২টি উইকেট নেন অসিথা ফার্নান্ডো। ৪৩ রানে ১টি উইকেট নেন মিলান রত্নায়কে।
সুতরাং, প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৯ রানের। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটের বিনিময়ে ৯৪ রান। সুতরাং, ম্যাচের শেষ ২ দিনে জয়ের জন্য তাদের দরকার মোটে ১২৫ রান। হাতে রয়েছে ৯টি উইকেট।
শ্রীলঙ্কার হয়ে ৪৪ বলে ৫৩ রান করে তৃতীয় দিনে নট-আউট থাকেন ওপেনার পাথুম নিশঙ্কা। তিনি ৭টি চার মেরেছেন। ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। তিনি ৬টি চার মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন দিমুথ করুণারত্নে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports