বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া। তবে রবিবার ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি। এমনকী খেলা শেষে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন ভারতীয় টিমের সদস্যরা। আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। এই আবহে অবিলম্বে ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ দাবিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রবিবার সূর্যকুমার যাদবেরা করমর্দন করেননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে এড়িয়ে যান ভারত অধিনায়ক। এরপরেই ম্যাচের শেষে ক্ষোভ প্রকাশ করেছেন পিসিবি কর্তারা। শুধু তাই নয়, প্রতিবাদে রবিবার পাকিস্তান অধিনায়ক সলমন পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। পিসিবির পক্ষ থেকে আগেই মৌখিক প্রতিবাদ জানানো হয়। এখানেই থেমে থাকেনি তারা। এবার আইসিসিকে চিঠি দিয়ে ভারতীয় দলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ম্যাচ রেফারি পাইক্রফ্টের অপসারণ দাবি করা করেছে পিসিবি। ম্যাচ শেষে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর সিদ্ধান্তকে পিসিবি ক্রিকেটের চেতনা এবং এমসিসির আইন লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। সোশ্যাল মিডিয়ায় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, 'পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।' বস্তুত, বর্তমানে আইসিসির চেয়ারম্যান বিসিসিআইয়ের প্রাক্তন সচিব জয় শাহ।
আরও পড়ুন-'যদি কোনও অবৈধ পদ্ধতি...,' বিহার 'SIR' নিয়ে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, কোন বার্তা ECকে?
অন্যদিকে, হ্যান্ডশেক বিতর্কে ভারতের সমালোচনা করেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে রয়েছেন শোয়েব আখতার ও রশিদ লতিফের মতো প্রাক্তন ক্রিকেটার। এই ইস্যুতে শোয়েব বলেন, 'অবাক হয়েছি খুব। হতাশাজনক জেতার জন্য ভারতকে অভিনন্দন। তবে খেলাটা রাজনৈতিক নয়, সেটা মাথায় রাখা দরকার। হ্যান্ডশেক তো পরম্পরা। তাই ভদ্রতা প্রত্যাশিত। তা না করে ঝামেলা বাড়ানো উচিত নয়।' তবে পাকিস্তান সরকারি অভিযোগ জানালেও তাতে কোনও সুবিধা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এর আগে পিসিবি-ই জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের করমর্দন করতে নিষেধ করেছিলেন। যদি তাই হয়, তাহলে ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে নিজের রিপোর্টে খারাপ কিছু লিখবেন না ম্যাচ রেফারি।
আরও পড়ুন-'যদি কোনও অবৈধ পদ্ধতি...,' বিহার 'SIR' নিয়ে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, কোন বার্তা ECকে?
এদিকে, ভারতের পাকিস্তান জয়ের পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, 'পহেলগাঁও জঙ্গি হানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।' রবিবার ছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্মদিন। তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।'