ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও কম রানে বেঁধে রাখতে পারল না নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। তবে তারা ক্যামেরন গ্রিনের দুরন্ত শতরানে ভর করে লড়াই করার রসদ জোগাড় করে নেয়।
বেসিন রিজার্ভে টস জেতেন নিউজিল্যান্ড দলনায়ক টিম সাউদি। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান সফরকারী দল অস্ট্রেলিয়াকে। অজিরা ইনিংসের শুরুটা মন্দ করেনি। তবে দুই ওপেনার সেট হয়েও আউট হয়ে বসেন। ওপেনিং জুটিতে ৬১ রান তোলে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৭১ বলে ৩১ রান করে আউট হন। তিনি ৪টি চার মারেন।
অপর ওপেনার উসমান খোয়াজা করেন ১১৮ বলে ৩৩ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৭টি বল খেললেও মাত্র ১ রান করে মাঠ ছাড়েন মার্নাস ল্যাবুশান। ৫ নম্বরে ব্যাট করতে নামা ট্র্যাভিস হেড ৬ বলে ১ রান করে আউট হন। একসময় ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:- Match Fixing Controversy: ইচ্ছে করে আউট হওয়ার ধুম, গড়াপেটার অভিযোগে উত্তাল বাংলার ক্রিকেট, রাগে ফেটে পড়লেন শ্রীবৎস
মিচেল মার্শকে সঙ্গে নিয়ে অজি ইনিংসের হাল ধরেন ক্যামেরন গ্রিন। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। গ্রিন ১৬টি বাউন্ডারির সাহায্য়ে ১৫৪ বলে শতরানের গণ্ডি টপকে যান। অর্থাৎ, অর্ধশতরানে পৌঁছনোর পরেই রান তোলার গতি বাড়িয়ে দেন গ্রিন। তিনি প্রথম দিনের শেষে অপরাজিত থাকেন ১৫৫ বলে ১০৩ রান করে।
আরও পড়ুন:- PSL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন সতীর্থই ব্যর্থ করলেন পোলার্ডের লড়াই, ঝড় তুলেও করাচিকে জেতাতে পারলেন না কায়রন
অস্ট্রেলিয়া প্রথম দিনে ৮৫ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ২৭৯ রান সংগ্রহ করে। মিচেল মার্শ আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করেন। তবে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনো সম্ভব হয়নি তাঁর পক্ষে। মার্শ ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪০ রান করে আউট হন। ২০ বলে ১০ রান করেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।
আরও পড়ুন:- WPL 2024: ধোনির মতোই ব্যাট হাতে ঝড় তুললেন তাঁর ‘অন্ধ ভক্ত’, খড়কুটোর মতো উড়ে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৯ রান করেন মিচেল স্টার্ক। ২৪ বলে ১৬ রান করেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। ১৯ বলে ৫ রান করেন নাথান লিয়ন। তিনি ১টি চার মারেন। নিউজিল্যান্ডের ম্য়াট হেনরি প্রথম দিনে ২০ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন উইলিয়াম ও'রোর্ক ও স্কট কুগলেইন। ১টি উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র। উইকেট পাননি টিম সাউদি।