আজ ৪ জুলাই। বৃহস্পতিবার সকালেই টি২০ বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছে টিম ইন্ডিয়া। আর আজই রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিবাহ বার্ষিকী। একদিকে যখন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা বিমানবন্দরে নেমে দর্শকদের উচ্ছাস দেখে নিজেদের মতো করে বিশ্বকাপ জয় সেলিব্রেট করলেন, তখন অন্য মেজাজে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। একদম ঘরোয়াভাবেই স্ত্রীর সঙ্গে উদযাপন করলেন বিশেষ দিন। অবশ্য হবে না বা কেন, দেখতে দেখতে ১৫টা বসন্ত একসঙ্গে পার করে ফেললেন, দাম্পত্য জীবনেও ছুঁয়ে ফেললেন এই মাইলস্টোন। আজকের দিনেই চার হাত এক হয়েছিল তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষীর।
আরও পড়ুন-হাসপাতালে অসহ্য যন্ত্রণা কাটিয়ে বিশ্বকাপ জয়! ঋষভের পোস্ট চোখে জল আনবে আপনারও! দেখুন ভিডিয়ো
মহেন্দ্র সিং ধোনি বরাবরই পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সময় পেলেই মাঠে নিয়ে চলে আসতেন মেয়েকে। স্ত্রীও সব ম্যাচেই গ্যালারি থেকে মহেন্দ্র সিং ধোনিকে সমর্থন জানানোর চেষ্টা করেন। দেখতে দেখতে ১৫ বছর পেরিয়ে গেল এমএসডির জীবনের দ্বিতীয় ইনিংসের। তাঁর হাতে গড়ে দেওয়া রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, বিরাট কোহলিরা টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। যেদিন তাঁরা দেশে ফিরলেন সেদিন স্ত্রীর সঙ্গে বিশেষ দিনে সুন্দর সময় কাটাতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে। আগামী আইপিএলে তিনি খেলবেন কিনা তা এখনও স্থির নয়, আরও কয়েকটা মাস অপেক্ষা করে নিজের শরীরের অবস্থা বুঝেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
আরও পড়ুন-বয়স বাড়ছে, খেলায় ছাপ পড়ছে! অবশেষে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শাকিব...
চেন্নাই সুপার কিংসের ফ্যানস ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার এক ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি খোশমেজাজেই সেলিব্রেট করছেন বিশেষ দিনটি। দুজনে একসঙ্গে হাতে হাত রেখে কেক কাটলেন। এরপর সেই কেক খাইয়ে দিলেন স্ত্রী সাক্ষীকে। স্বামীকেও পাল্টা কেক খাওয়ালেন সাক্ষী। পুরো বিষয়টাই উপভোগ করছিলেন তাঁদের পোষ্য সারমেয়। কেক কাটা হচ্ছে দেখে তিনি সাক্ষীকে ডাকার চেষ্টাও করলেন। সেই দেখে ধোনিও পোষ্যের মুখে তুলে দিলেন ১৫তম বিবাহ বার্ষিকীর কেক। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল করে দিয়েছেন মাহিভক্তরা।
আরও পড়ুন-মাঠে নেমেই ইংরেজ বধ উথাপ্পাদের! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভাজ্জিও, জিতল ভারত
রোহিত শর্মা টি২০ বিশ্বকাপ জিতলেও আইসিসি প্রতিযোগিতা জেতার নিরিখে এখনও সবার ওপরেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ জেতার পাশাপাশি দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন ক্যাপ্টেন কুল। এই বছরই তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পদ থেকে অব্যাহতি নেন। ২০১৩ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলের রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা টি২০ ফর্ম্যাট থেকে অবসর নেন।