শুভমন গিলের খারাপ পারফরমেন্স টেস্টে লেগেই রয়েছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক নাকি সদ্য সমাপ্ত সিরিজে শুভমন গিলের থেকে বেশি রান করেছেন। এই পরিসংখ্যান সামনে আসার পর থেকে গিলকে নিয়ে দেশে চলছে তুমুল সমালোচনা। একজন ক্রিকেটারকে এত সুযোগ দেওয়া হচ্ছে, অথচ ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও অনেক ক্রিকেটার ব্রাত্য থেকে যাচ্ছেন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের নজরে।
আরও পড়ুন-ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
বর্ডার গাভাসকর ট্রফিতে গিল ব্যর্থ হতেই রুতুরাজ গায়েকওয়াড়, সাই সুদর্শনদের দলে সুযোগ দেওয়ার আওয়াজ উঠেছে। রুতু পারফরমেন্স মোটেই খারাপ নয়। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শুভমনের গিলের রান ছিল মাত্র ১৩, ২০, ১ এবং ৩১। যদিও এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররাও ফ্লপ করেছে।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
এবার ভারতীয় ক্রিকেট দলের ৮৩র বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত সরাসরি এক হাত নিচ্ছেন শুভমন গিলকে। তাঁকে ওভাররেটেড ক্রিকেটার হিসেবে দাবি করেছেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ‘আমি সব সময়ই বলে এসেছি শুভমন গিল একজন ওভাররেটেড ক্রিকেটার। শুধু ওভাররেটেড নয়, অতিরিক্ত ওভাররেটেড ক্রিকেটার ’।
শ্রীকান্ত সরাসরি গিলের প্রথম একাদশে থাকা নিয়ে নির্বাচকদের নিয়েই প্রশ্ন তুলে বলছেন, ‘নির্বাচকরা কেন সূর্যকুমার যাদবকে এত সুযোগ দেয়নি টেস্টে? যখন গিল এতদিন ধরে সুযোগ পেয়ে আসছে, তখন মানুষের মনে হতেই পারে যে সূর্যকে কেন টেস্টে এই সুযোগ দেওয়া হয়নি। ওর টেস্টে শুরুটা ভালো না হলেও ওর মধ্যে টেকনিক রয়েছে। কিন্তু নির্বাচক আর ম্যানেজমেন্ট ওকে সাদা বলের ক্রিকেটার হিসেবেই ধরে নিয়েছে’।
সূর্যকুমার যাদবের মতোই শ্রীকান্ত প্রশ্ন তুলেছেন রুতুরাজদের হয়েও। তাঁর কথায়, ‘সূর্যকুমার ছাড়াও আরও দুজন ক্রিকেটার ভারতীয় দলে ঢোকার দাবিদার। একজন রুতুরাজ গায়েকওয়াড়, ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, কিন্তু ওকে দলে নেয়নি। সাই সুদর্শনও ইন্ডিয়া এ দলের হয়ে ভালো খেলেছে, এই ক্রিকেটারদেরও প্রাপ্য সুযোগ পাওয়া উচিত। গিলের পিছনে না দৌড়ে, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া উচিত’।
আরও পড়ুন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
শ্রীকান্ত আরও বলছেন, ‘গিল ১০টা সুযোগ পাওয়ার পর শেষ সুযোগে রান পেয়ে যাওয়ায় ও দলে থেকে যাচ্ছে। এবার ওকে আরও ১০টা সুযোগ দিতে হবে সাফল্য পেতে গেলে। ভারতের উইকেটে যে কেউ রান করতে পারে। সেনা দেশগুলোয় রান পাওয়াটা অনেক কঠিন, আর সেখানে লোকেশ রাহুল কিন্তু পরীক্ষায় পাস করেছে। ’