ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আবারও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ১০৪ ও ৪০ রানের ইনিংস খেলে তিনি তার অষ্টমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে উঠে এলেন। এক সপ্তাহ আগেই তিনি এই স্থান হারিয়েছিলেন সতীর্থ হ্যারি ব্রুকের কাছে। তবে এবার আবার শীর্ষে ফিরে এলেন ৩৪ বছর বয়সি রুট, যিনি এখন সবচেয়ে বেশি বয়সি এক নম্বর টেস্ট ব্যাটার।
২০১৪ সালের ডিসেম্বরে ৩৭ বছর বয়সে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ছিলেন এমনই এক অভিজ্ঞ এক নম্বর। হ্যারি ব্রুক এবার পিছিয়ে গিয়ে কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসনেরও পিছনে চলে গেলেন। নীচে তৃতীয় স্থানে নেমে গেছেন ব্রুক। ভারতীয় ব্যাটারদের মধ্যে যশস্বী জসওয়াল ও সহ-অধিনায়ক ঋষভ পন্ত এক ধাপ করে পিছিয়েছেন, বর্তমানে তারা যথাক্রমে পঞ্চম ও অষ্টম স্থানে। অধিনায়ক শুভমন গিল তিন ধাপ নেমে এখন নবম স্থানে আছেন।
তবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা লর্ডসে ৭২ ও ৬১* রানের লড়াকু ইনিংস খেলে পাঁচ ধাপ উঠে ৩৪তম স্থানে এসেছেন। একই ম্যাচে ১০০ ও ৩৯ রান করা কেএল রাহুলও পাঁচ ধাপ এগিয়ে জাদেজার এক ধাপ নীচে ৩৫তম স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, যিনি লর্ডস টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্স দিয়ে ৭৭ রান ও ৫ উইকেট নিয়েছেন, ব্যাটারদের তালিকায় দুই ধাপ উঠে ৪২তম ও বোলারদের তালিকায় এক ধাপ উঠে ৪৫তম স্থানে এসেছেন।
বোলিংয়ে শীর্ষে অটল রয়েছেন বুমরাহ
ভারতের পেসার জসপ্রীত বুমরাহ এখনও টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার চেয়ে তার ৫০ পয়েন্টের পরিষ্কার লিড রয়েছে। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড ছয় ধাপ উঠে নিজের ক্যারিয়ারের সেরা ষষ্ঠ স্থানে পৌঁছেছেন। এখন পর্যন্ত তার ৬২টি টেস্ট উইকেট এসেছে মাত্র ১৬.৫৩ গড়ে।
বোল্যান্ড এখন তার চার সতীর্থ প্যাট কামিন্স, জোশ হেজেলউড, নাথান লিয়ন ও মিচেল স্টার্কের সঙ্গে টপ-১০-এ জায়গা করে নিয়েছেন। ১৯৫৮ সালে ইংল্যান্ডের ছয়জন বোলার যখন টেস্ট বোলার র্যাঙ্কিংয়ের সেরা ১২-এ ছিলেন, সেই সময়ের পর এমন দাপট দেখা যায়নি। ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৫৮তম স্থান থেকে এগিয়ে এখন ৪৬তম স্থানে উঠে এসেছেন।