আইপিএল ২০২৪-এর লিগ পর্বে সব মিলিয়ে এখনও ১০টি খেলা বাকি আছে। এখনও প্লে-অফের নানা সমীকরণ বাকি। এই মরশুমে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংস প্লে-অফের লড়াই থেকে সম্পূর্ণ ভাবে ছিটকে গিয়েছে। এদিকে কলকাতা নাইট রাইডার্স একমাত্র দল, যারা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তবে কেকেআর কি পারবে পয়েন্ট টেবলের শীর্ষে শেষ করতে? বাকিদের সমীকরণটাই বা ঠিক কোথায় দাঁড়িয়ে?
কী বলছে প্লে-অফের অঙ্ক?
কলকাতা নাইট রাইডার্স- বর্তমানে লিগ টেবলের শীর্ষে রয়েছে কলকাতার দল। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সক হারিয়ে ২০২৪ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। এই জয়ের সঙ্গে তাদের পয়েন্ট টেবলের শীর্ষস্থানে শেষ করার সম্ভাবনা ৫০% পর্যন্ত বেড়ে গিয়েছে। আর যুগ্ম ভাবে শীর্ষে শেষ করার সম্ভাবনাও বেড়েছে ৭৫%। খুব খারাপ হলে, তারা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে শেষ করতে পারে।
রাজস্থান রয়্যালস- রাজস্থানও কার্যত প্লে-অফে উঠেই পড়েছে। তবে কেকেআর শনিবার মুম্বইকে পরাজিত করার ফলে রাজস্থানের একক ভাবে শীর্ষস্থানে শেষ করার সম্ভাবনা ৩৬% থেকে ২৫%-এ নেমে এসেছে এবং তাদের যুগ্ম ভাবে শীর্ষে শেষ করার সম্ভাবনা ৬২.৫% থেকে ৫০% এসে দাঁড়িয়েছে। তবে রাজস্থানের প্লে-অফ কার্যত নিশ্চিত হলেও, পুরো পাকা হয়নি। যদি তারা তাদের বাকি দুই ম্যাচ হেরে বসে, তবে অন্যান্য খেলার ফলাফলের উপর নির্ভর করতে হবে রাজস্থানকে। সেক্ষেত্রে সিএসকে, ডিসি বা এলএসজি-র মধ্যে যে কোনও দু'টি দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকতে পারে রাজস্থান। কিন্তু এমনটি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর সম্ভাবনা ০.৮%-এর কমই রয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদ- বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্টের দিক থেকে শীর্ষ চারের মধ্যে হায়দরাবাদের শেষ করার সম্ভাবনা প্রায় ৯৭% রয়েছে। যুগ্ম ভাবে প্রথম স্থানে শেষ করার সম্ভাবনা তাদের থাকলেও, সেটা অত্যন্ত কম। ১.৬% সেই সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন: ব্যাটাররা কিছুই করে উঠতে পারিনি- নাইটদের কাছে হেরে রোহিত, সূর্যদের নিশানা করলেন হার্দিক
চেন্নাই সুপার কিংস- চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। একক বা যৌথ ভাবে শীর্ষ চারে শেষ করার সম্ভাবনা তাদের ৫৬% রয়েছে। তারা যেটা সবচেয়ে বেশি করতে পারে, সেটা হল যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে তারা শেষ করতে পারে। তবে সেই সম্ভাবনা রয়েছে মাত্র ৫%।
দিল্লি ক্যাপিটালস- পঞ্চম স্থানে থাকা ডিসির টপার বা জয়েন্ট টপার হিসেবে শেষ করার কোনও সুযোগ নেই। তাদের একক বা যৌথ ভাবে শীর্ষ চারের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা প্রায় ৫৮% রয়েছে। তবে তারা সর্বোচ্চ সেরা ফল হিসেবে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে শেষ করতে পারে। এবং এটি হওয়ার ২.৩% সম্ভাবনা রয়েছে।
লখনউ সুপার জায়ান্টস- ষষ্ঠ স্থানে থাকা লখনউ সুপার জায়ান্সের যৌথ ভাবে শীর্ষ চারে শেষ করার সম্ভাবনা রয়েছে প্রায় ৫৮%। দিল্লির মতোই অবস্থা লখনউয়ের। তারা সর্বোচ্চ যা করতে পারে, সেটা হল দ্বিতীয় স্থানে যৌথ ভাবে শেষ করতে পারে। তবে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র ২.৩%।
আরও পড়ুন: হঠাৎ নাইটদের পোস্টে ফিরলেন DC মেন্টর সৌরভ, কী ব্যাপার?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- আরসিবি সপ্তম স্থানে রয়েছে এবং একক বা যৌথ ভাবে পয়েন্ট টেবলের শীর্ষ চারে তাদের শেষ করার সম্ভাবনা ২০% এর কিছুটা বেশিই রয়েছে। তারা সবচেয়ে বেশি যেটা করতে পারে, তা হল যৌথ ভাবে তৃতীয় স্থানে শেষ করতে পারে। সেই সম্ভাবনা অবশ্য ৫%-এর কমই রয়েছে।
গুজরাট টাইটান্স- বর্তমানে অষ্টম স্থানে থাকা গুজরাট এখনও একক বা যৌথ ভাবে লিগ টেবলের শীর্ষ চারে জায়গা করে নিতে পারে। সেই সম্ভাবনা ১৬% রয়েছে। তারা সর্বোচ্চ সাফল্য যেটা পেতে পারে, তা হল যৌথ ভাবে তৃতীয় স্থানে শেষ করতে পারে। তবে বেঙ্গালুরুর মতো সেই সম্ভাবনা ৫%-এরও কম রয়েছে।
পঞ্জাব কিংস- প্লে-অফে ওঠার পঞ্জাবের আর কোনও সম্ভাবনা নেই। এমন কী যৌথ ভাবে পঞ্চম স্থানের শেষ করার সম্ভাবনা ০.৬%-এর কম রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স- মুম্বইও প্লে-অফের লড়াইয়ের বাইরে। তারা খুব বেশি হলে সপ্তম স্থানে শেষ করতে পারে। তবে এর সম্ভাবনাও মাত্র ২.৩% রয়েছে।