রাজকোটে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসের শেষে একটি বড় রান স্কোরবোর্ডে তুলতে সফল হয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত শতরান এবং নবাগত ক্রিকেটার সরফরাজ খানের একটি দ্রুত গতির অর্ধশতরানের ইনিংস। সব মিলিয়ে, ব্যাটিং বিপর্যয় এড়িয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে 'মেন ইন ব্লু।'
কিন্তু প্রথম দিনের শেষে সরফরাজ খানের ৬৬ বলে ৬২ রানের চোখ ধাঁধানো ইনিংস সকল ক্রিকেটপ্রেমীর নজর কাড়লেও, দ্বিতীয় দিনে আরও এক নবাগত ক্রিকেটার ধ্রুব জুরেলের ব্যাটিংও প্রশংসা আদায় করে নিয়েছেন। মাত্র চারটি রানের জন্য তিনি বঞ্চিত হন অর্ধশতরান থেকে। উত্তরপ্রদেশের এই তরুণ ব্যাটার ১০৪ বল খেলে করেন ৪৬ রান, যার মধ্যে রয়েছে দুটি চার এবং তিনটি ছয়।
তবে দ্বিতীয় দিনের খেলায় ভাগ্যও কিছুটা সহায় হয় ধ্রুবর। একবার নয়, একেবারে দুবার তাঁর তুলে দেওয়া সহজ ক্যাচ মিস করেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। প্রথমবার টম হার্টলির বলে তাঁর ক্যাচ ফেলেন ওলি পোপ এবং দ্বিতীয় মিসটি হয় তার তিন ওভার পর মার্ক উডের বলে বেন স্টোকসের দ্বারা। জিও সিনেমা নিজেদের এক্স হ্যান্ডেল থেকে এই দুটি ক্যাচ মিসের ভিডিয়ো পোস্ট করে এবং এরপরেই ক্রিকেটপ্রেমীরা নিজেদের বক্তব্য রাখেন কমেন্ট বক্সে।
অধিকাংশেরই বক্তব্য যে আজকের দিনটা হয়তো ধ্রুবর জন্যই লেখা রয়েছে এবং সেই কারণেই তিনি দুবার বেঁচে ফিরলেন। আবার কেউ কেউ ইংল্যান্ডের খারাপ ফিল্ডিংয়ের নিন্দাও করতে শোনা যায়। তবে দিনের শেষে, উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটারের সাজানো-গোছানো ইনিংস মন ছুঁয়েছে সকল ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে যে আগামী দিনে তিনি টিম ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন।
প্রসঙ্গত, দ্বিতীয় দিনে পাঁচ উইকেটে ৩২৬ রান নিয়ে খেলতে নেমে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এরপর হাল ধরেন রবিচন্দ্রন অশ্বিন ও ধ্রুব জুড়েল। অশ্বিন আউট হন ৩৭ রানে এবং জুরেল ৪৬ রানে। এরপর শেষের দিকে নেমেই বাউন্ডারি হাকাতে থাকেন টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ। ২৮ বল খেলে তিনি করেন ২৬ রান। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৪৭ রানে এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি ইংল্যান্ডের ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরাতে পারে ভারতের বোলাররা।