বাংলা নিউজ > ক্রিকেট > IND vs PAK Asia Cup: শেফালি-মন্ধনার যুগলবন্দিতে পাকিস্তানকে গোহারান হারাল ভারত

IND vs PAK Asia Cup: শেফালি-মন্ধনার যুগলবন্দিতে পাকিস্তানকে গোহারান হারাল ভারত

দাপুটে জুটি স্মৃতি-শেফালির। ছবি- পিটিআই।

India vs Pakistan Women's Asia Cup 2024 Score Updates: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে তারা কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারত মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

India vs Pakistan Women's Asia Cup 2024 Score: এই নিয়ে মোট ৯ বার বসছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। এর আগের ৮টি এশিয়া কাপের মধ্যে ভারত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্সের ট্রফি হাতে তুলেছে তারা। সুতরাং, এটা বলা মোটেও ভুল হবে না যে, এশিয়া কাপে ভারতের মেয়েদের দিদিগিরি চলে বরাবর। এবার টুর্নামেন্টের নবম আসরে নিজেদের অষ্টম ট্রফির খোঁজে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হরমনপ্রীত কৌরদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেন হরমনপ্রীত কৌররা।

19 Jul 2024, 10:18:19 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: শেষ হল ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ ব্লগ

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে।

19 Jul 2024, 10:14:24 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ম্যাচের সেরা দীপ্তি

দাবিদার ছিলেন অনেকে। তবে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩টি উইকেট নেওয়া দীপ্তি শর্মা ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

19 Jul 2024, 09:41:00 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ৭ উইকেটের বিরাট জয় ভারতের

১৪.১ ওভারে সাদিয়া ইকবালের বলে ১ রান নিয়ে ভারতকে জয় এনে দেন জেমিমা রডরিগেজ। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করেন তিনি। পাকিস্তানের ১০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। হরমনপ্রীত ১১ বলে ৫ রান করে নট-আউট থাকেন। জেমিমা ৩ বলে ৩ রান করে নট-আউট থাকেন। সাদিয়া ২.১ ওভারে ১৮ রান খরচ করেছেন।

19 Jul 2024, 09:38:23 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: স্কোর লেভেল

১৪তম ওভারে বল করতে আসেন সায়েদা। তাঁর ওভারে ৪ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৮ রান। সুতরাং, স্কোর লেভেল হয়ে যায়। ৫ রানে ব্যাট করছেন হরমনপ্রীত। ২ রান করেছেন জেমিমা। সায়েদা ৩ ওভারে ৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 09:32:28 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নাশরার শিকার হেমলতা

১২.২ ওভারে নাশরা সান্ধুর বলে তুবা হাসানের হাতে ধরা পড়েন দয়ালান হেমলতা। ১১ বলে ১৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ১০২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। নাশরা ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 09:28:14 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: শেফালি বর্মা আউট

১১.৪ ওভারে সায়েদার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শেফালি বর্মা। ২৯ বলে ৪০ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। ভারত ১০০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কৌর। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০১ রান। সায়েদা ২ ওভারে ৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 09:25:02 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নাশরার ওভারে ৩টি বাউন্ডারি হেমলতার

১১তম ওভারে বল করতে আসেন নাশরা সান্ধু। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর ৩টি চার মারেন হেমলতা। ওভারে ১২ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯৮ রান। হেমলতা ১৩ ও শেফালি ৩৯ রানে ব্যাট করছেন। নাশরা ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন।

19 Jul 2024, 09:18:13 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: হাফ-সেঞ্চুরি হাতছাড়া মন্ধনার

৯.৩ ওভারে সায়েদার বলে আলিয়া রিয়াজের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩১ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন মন্ধনা। ভারত ৮৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দয়ালান হেমলতা। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৬ রান। ৩৯ রানে ব্যাট করছেন শেফালি বর্মা।

19 Jul 2024, 09:14:38 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নাশরার ওভারে ৫ রান

নবম ওভারে বল করতে আসেন নাশরা সান্ধু। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৪ রান। শেফালি ৩৮ ও মন্ধনা ৪৫ রানে ব্যাট করছেন। নাশরা ২ ওভারে ৬ রান খরচ করেছেন।

19 Jul 2024, 09:10:10 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: তুবার ওভারে ৫টি বাউন্ডারি মন্ধনার

অষ্টম ওভারে পুনরায় বল করতে আসেন তুবা হাসান। ওভারে মোট ৫টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ২১ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৯ রান। মন্ধনা ২৬ বলে ৪৩ রান করেছেন। মেরেছেন ৯টি চার। ২২ বলে ৩৫ রান করেছেন শেফালি। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। তুবা ২ ওভারে ৩৬ রান খরচ করেছেন।

19 Jul 2024, 09:04:52 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নাশরার ওভারে ১ রান

সপ্তম ওভারে বল করতে আসেন নাশরা সান্ধু। তাঁর ওভারে মাত্র ১ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। মন্ধনা ২৩ রানে ব্যাট করছেন। ৩৫ রান করেছেন শেফালি বর্মা।

19 Jul 2024, 09:02:07 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live:  পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল ভারত

ষষ্ঠ ওভারে বল করতে আসেন তুবা হাসান। প্রথম ও দ্বিতীয় বলে পরপর ২টি চার মারেন স্মৃতি মন্ধনা। চতুর্থ বলে ছক্কা মারেন শেফালি। ওভারে মোট ১৫ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। ৩৫ রানে ব্যাট করছেন শেফালি। ২২ রানে ব্যাট করছেন মন্ধনা।

19 Jul 2024, 08:58:05 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ফতিমার ওভারে জোড়া বাউন্ডারি শেফালির

পঞ্চম ওভারে বল করতে আসেন ফতিমা সানা। তৃতীয় ও পঞ্চম বলে ২টি চার মারেন শেফালি বর্মা। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪২ রান। ১৯ বলে ২৯ রান করেছেন শেফালি। মেরেছেন ৬টি চার। ১১ বলে ১৩ রান করেছেন স্মৃতি মন্ধনা। ফতিমা ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।

19 Jul 2024, 08:54:31 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নিদার ওভারে ১০ রান 

চতুর্থ ওভারে বল করতে আসেন নিদা দার। দ্বিতীয় বলে চার মারেন শেফালি। পঞ্চম বলে চার মারেন মন্ধনা। ওভারে ১০ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৩ রান। ২১ রানে ব্যাট করছেন শেফালি। ১২ রান করেছেন মন্ধনা।  

19 Jul 2024, 08:49:20 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: সাদিয়ার ওভারে জোড়া বাউন্ডারি শেফালির

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন সাদিয়া ইকবাল। দ্বিতীয় ও পঞ্চম বলে ২টি চার মারেন শেফালি বর্মা। ওভারে ১১ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৩ রান। শেফালি ১৬ ও মন্ধনা ৭ রানে ব্যাট করছেন। সাদিয়া ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।

19 Jul 2024, 08:47:36 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ফতিমাকে বাউন্ডারি মন্ধনার

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ফতিমা সানা। ওভারের দ্বিতীয় বলে চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। শেফালি ও মন্ধনা উভয়েই ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছেন।

19 Jul 2024, 08:43:49 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: শেফালির বাউন্ডারিতে রান তাড়া শুরু ভারতের

স্মৃতি মন্ধনার সঙ্গে ওপেন করতে নামেন শেফালি বর্মা। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন সাদিয়া ইকবাল। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন শেফালি বর্মা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তোলে ভারত।

19 Jul 2024, 08:27:34 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ১০০ টপকে অল-আউট পাকিস্তান

শেষ ওভারে বল করতে আসেন শ্রেয়াঙ্কা পাতিল। ১৯.২ ওভারে শ্রেয়াঙ্কার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাদিয়া ইকবাল। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পাকিস্তান ১০৮ রানে অল-আউট হয়ে যায়। ২২ রানে নট-আউট থাকেন ফতিমা সানা। ১৬ বলে ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। শ্রেয়াঙ্কা ৩.২ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। জিততে হলে ভারতের দরকার ১০৯ রান।

19 Jul 2024, 08:26:31 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ১০০ টপকাল পাকিস্তান

১৯তম ওভারে বল করতে আসেন রাধা যাদব। চতুর্থ ও ষষ্ঠ বলে ২টি ছক্কা মারেন ফতিমা সানা। ওভারে ১৪ রান ওঠে। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯ উইকেটে ১০৮ রান। ২২ রানে ব্যাট করছেন ফতিমা। রাধা ৪ ওভারে ২৬ রান খরচ করেছেন।

19 Jul 2024, 08:23:03 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নাশরাকে ফেরালেন দীপ্তি

১৭.৫ ওভারে দীপ্তি শর্মার বলে রিচা ঘোষের দস্তানায় ধরা পড়েন সদ্য ক্রিজে আসা নাশরা সান্ধু। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তান ৯৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাদিয়া ইকবাল। দীপ্তি ৪ ওভারে ২০ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 08:21:13 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: রান-আউট সায়েদা

১৭.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সায়েদা। ৩ বলে ২ রান করেন তিনি। পাকিস্তান ৯৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাশরা সান্ধু।

19 Jul 2024, 08:17:56 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: তুবাকে ফেরালেন দীপ্তি

১৭.১ ওভারে দীপ্তি শর্মার বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন তুবা হাসান। ১৯ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার। পাকিস্তান ৯২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সায়েদা

19 Jul 2024, 08:16:25 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: রাধার ওভারে ৫ রান

১৭তম ওভারে বল করতে আসেন রাধা যাদব। ওভারে মোট ৫ রান ওঠে। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৯২ রান। ২২ রানে ব্যাট করছেন তুবা। ৯ রানে ব্যাট করছেন ফতিমা। রাধা ৩ ওভারে ১৩ রান খরচ করেছেন।

19 Jul 2024, 08:13:14 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: শ্রেয়াঙ্কার ওভারে ৬ রান

১৬তম ওভারে বল করতে আসেন শ্রেয়াঙ্কা পাতিল। চতুর্থ বলে চার মারেন তুবে। ওভারে ৬ রান ওঠে। ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৮৭ রান। ১৯ রানে ব্যাট করছেন তুবা। শ্রেয়াঙ্কা ৩ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 08:08:19 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: পূজার ওভারে ১৪ রান

১৫তম ওভারে বল করতে আসেন পূজা বস্ত্রকার। তৃতীয় বলে চার মারেন ফতিমা সানা। পঞ্চম বলে চার মারেন তুবা হাসান। ওভারে ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৮১ রান। তুবা ১৪ ও ফতিমা ৬ রানে ব্যাট করছেন। পূজা ৪ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন

19 Jul 2024, 08:04:17 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: দীপ্তিকে বাউন্ডারি তুবার

১৪তম ওভারে দীপ্তি শর্মার শেষ বলে চার মারেন তুবা হাসান। ওভারে ৬ রান ওঠে। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৬৭ রান। ৭ রানে ব্যাট করছেন তুবা। দীপ্তি ৩ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 08:00:57 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ইরমকে ফেরালেন রেনুকা

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন রেনুকা সিং ঠাকুর। ১২.৬ ওভারে রেনুকার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা ইরম জাভেদ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তান ৬১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফতিমা সানা। রেনুকা ৪ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

19 Jul 2024, 07:58:06 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: সিদরাকে ফেরালেন রেনুকা

১৩তম ওভারে বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। ১২.৫ ওভারে রেনুকার বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন সিদরা আমিন। ৩৫ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৩টি চার। পাকিস্তান ৬১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইরম জাভেদ।

19 Jul 2024, 07:54:35 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: নিদাকে ফেরালেন দীপ্তি

১২তম ওভারে বল হাতে নেন দীপ্তি শর্মা। তিনি বড়সড় সাফল্য এনে দেন ভারতকে। ১১.৪ ওভারে দীপ্তির বলে হেমলতার হাতে ধরা পড়েন নিদা দার। ১১ বলে ৮ রান করেন তিনি। পাকিস্তান ৫৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তুবা হাসান। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৬০ রান। ২৫ রানে ব্যাট করছেন সিদরা। দীপ্তি ২ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 07:50:24 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: পূজার ওভারে ৪ রান

১১তম ওভারে বোলিং আক্রমণে ফেরেন পূজা বস্ত্রকার। তাঁর ওভারে ৪ রান ওঠে। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। ২৫ রানে ব্যাট করছেন সিদরা। ৬ রান করেছেন নিদা। পূজা ৩ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 07:43:05 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ৫০ টপকাল পাকিস্তান

দশম ওভারে বল করতে আসেন শ্রেয়াঙ্কা পাতিল। দ্বিতীয় বলে চার মারেন সিদরা। ওভারে মোট ৭ রান ওঠে। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৫৩ রান। ৩০ বলে ২৪ রান করেছেন সিদরা আমিন। ৪ রানে ব্যাট করছেন নিদা। শ্রেয়াঙ্কা ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 07:40:06 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: রাধার ওভারে ৫ রান

নবম ওভারে পুনরায় বল করতে আসেন রাধা যাদব। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৪৬ রান। ১৯ রানে ব্যাট করছেন সিদরা আমিন। ৩ রান করেছেন নিদা। রাধা ২ ওভারে ৮ রান খরচ করেছেন।

19 Jul 2024, 07:35:32 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: আলিয়াকে ফেরালেন শ্রেয়াঙ্কা

অষ্টম ওভারে বল করতে আসেন শ্রেয়াঙ্কা পাতিল। তিনি নিজের প্রথম ওভারেই সাফল্যের মুখ দেখেন। ৭.৫ ওভারে শ্রেয়াঙ্কার বলে জেমিমার হাতে ধরা পড়েন আলিয়া। ১১ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। পাকিস্তান ৪১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিদা দার।

19 Jul 2024, 07:32:00 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: রাধার ওভারে ৩ রান

সপ্তম ওভারে বল করতে আসেন রাধা যাদব। তাঁর ওভারে ৩ রান ওঠে। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৪০ রান। ১৬ রানে ব্যাট করছেন সিদরা। ৬ রানে ব্যাট করছেন আলিয়া।

19 Jul 2024, 07:27:41 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: দীপ্তির ওভারে জোড়া বাউন্ডারি

ষষ্ঠ ওভারে বল করতে আসেন দীপ্তি শর্মা। প্রথম বলেই চার মারেন সিদরা আমিন। ওভারের চতুর্থ বলে চার মারেন আলিয়া রিয়াজ। ষষ্ঠ ওভারে মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৩৭ রান। ১৫ রানে ব্যাট করছেন সিদরা। আলিয়া ব্যাট করছেন ৫ রানে।

19 Jul 2024, 07:24:29 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: পূজার দ্বিতীয় শিকার মুনিবা

পঞ্চম ওভারে ফের বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। ওভারে মোটে ১ রান ওঠে। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ২৭ রান। ১০ রানে ব্যাট করছেন সিদরা। রেনুকা ৩ ওভারে ১৩ রান খরচ করেছেন।

19 Jul 2024, 07:20:14 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: পূজার দ্বিতীয় শিকার মুনিবা

৩.৫ ওভারে পূজা বস্ত্রকারের বলে জেমিমা রডরিগেজের হাতে ধরা পড়েন মুনিবা আলি। ১১ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। পাকিস্তান ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিয়া রিয়াজ। সিদরা ৯ রানে ব্যাট করছেন। পূজা ২ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

19 Jul 2024, 07:15:48 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: রেনুকার ওভারে জোড়া বাউন্ডারি

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। দ্বিতীয় বলে চার মারেন সিদরা আমিন। ওভারের শেষ বলে চার মারেন মুনিবা। তৃতীয় ওভারে মোট ৯ রান ওঠে। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১৯ রান। মুনিবা ৭ ও সিদরা ৬ রানে ব্যাট করছেন। রেনুকা ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

19 Jul 2024, 07:11:46 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: গুর ফিরোজাকে ফেরালেন পূজা

দ্বিতীয় ওভারে বল করতে আসেন পূজা বস্ত্রকার। তিনি নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন দলকে। ১.২ ওভারে পূজার বলে চার মারেন গুল ফিরোজা। ১.৪ ওভারে পূজার বলে হরমনপ্রীত কৌরের হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ৫ রান করেন ফিরোজা। পাকিস্তান ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিদরা আমিন। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১০ রান।

19 Jul 2024, 07:05:08 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: রেনুকার প্রথম ওভারে ৪ রান

গুল ফিরোজাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন মুনিবা আলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন রেনুকা সিং ঠাকুর। প্রথম বলেই লেগ-বাইয়ে রানের খাতা খোলে পাকিস্তান। চতুর্থ বলে ১ রান নেন মুনিবা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪ রান সংগ্রহ করে পাকিস্তান।

19 Jul 2024, 06:48:37 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: পাকিস্তানের প্রথম একাদশ

নিদা দার (ক্যাপ্টেন), আলিয়া রিয়াজ, ফতিমা সানা, গুল ফিরোজা, ইরম জাভেদ, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সায়েদা আরুব শাহ ও তুবা হাসান।

19 Jul 2024, 06:40:36 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, দয়ালান হেমলতা, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল ও রেনুকা ঠাকুর।

19 Jul 2024, 06:35:10 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: টস হারলেন হরমনপ্রীত

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে টস হারল ভারত। টস জিতে পাকিস্তানের ক্যাপ্টেন নিদা দার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ডাম্বুলায় টস হেরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

19 Jul 2024, 06:20:34 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে ভারত

ভারতই মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে সব থেকে সফল দল। এখনও পর্যন্ত সব থেকে বেশি ৭ বার এশিয়া কাপের খেতাব জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। কেবলমাত্র ২০১৮ সালের ফাইনালে বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারত। ২০২২ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতেন হরমনপ্রীত কৌররা। সেই নিরিখে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে ভারত।

19 Jul 2024, 06:18:39 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: ভারতের গ্রুপ লিগের সূচি

ভারত এবছর মহিলা এশিয়া কাপের এ-গ্রুপে জায়গা পেয়েছে। পাকিস্তান ছাড়াও গ্রুপ লিগে ভারতের লড়াই নেপাল ও আমিরশাহি বিরুদ্ধে। ১৯ জুলাই অর্থাৎ টুর্নামেন্টের প্রথম দিনেই ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পরে ২১ জুলাই ভারত তাদের দ্বিতীয় লিগ ম্যাচে মাঠে নামবে আমিরশাহির বিরুদ্ধে। ২৩ জুলাই গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে।

19 Jul 2024, 06:12:40 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: মেয়েদের এশিয়া কাপে ভারতের সার্বিক পারফর্ম্যান্স

১. ২০০৪ সালে শ্রীলঙ্কা ৫-০ সিরিজ হারিয়ে এশিয়া কাপ জেতে।
২. ২০০৫ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৩. ২০০৬ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতে।
৪. ২০০৮ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৫. ২০১২ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৬. ২০১৬ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জেতে।
৭. ২০১৮ সালে ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায়।
৮. ২০২২ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

19 Jul 2024, 05:49:23 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস

মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত-পাকিস্তান সম্মুখসমরে নামে মোট ১৪ বার। এক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের থেকে বিস্তর এগিয়ে ভারত। ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১টি ম্যাচ। পাকিস্তান জিতেছে ৩টি ম্যাচ। সুতরাং, ভারত এগিয়ে ১১-৩ ব্যবধানে।

19 Jul 2024, 05:39:19 PM IST

IND vs PAK Asia Cup 2024 Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। শুক্রবার শ্রীলঙ্কার রণগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচে সম্মুখসমরে ভারত-পাকিস্তান। এই ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে।

ক্রিকেট খবর

Latest News

'আমি মরে যাব, তবে পাকিস্তানে যাব না', বললেন ২৭ বছর পুলিশে চাকরি করা ইফতিখার নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তাঁর নাম থাকবে না: দিলীপ ঘোষ বৈভব প্রসঙ্গে BCCI-কে সতর্ক করলেন চ্যাপেল! সচিন-কাম্বলি-পৃথ্বীর উদাহরণ টানলেন মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল শেষ ভিডিয়ো বার্তায় প্রেমিকার শাস্তি চাইলেন সবংয়ের যুবক! তারপরই মিলল নিথর দেহ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন… তৃণমূলে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩ মে’র রাশিফল

Latest cricket News in Bangla

বৈভব প্রসঙ্গে BCCI-কে সতর্ক করলেন চ্যাপেল! সচিন-কাম্বলি-পৃথ্বীর উদাহরণ টানলেন ধোনি-কোহলির লড়াইয়ে নাক গলাবে বৃষ্টি! RCB-র ১৬ পয়েন্ট ছোঁয়ার স্বপ্ন সফল হবে না? ওর প্রতিভা দেখে আমি অভিভূত: কার কথা বললেন বাটলার? কোন ভারতীয় জিতলেন তারকার মন? রেগে লাল শুভমন! আম্পায়ারের সঙ্গেই তর্কে জড়ালেন, গিলকে থামালেন বন্ধু অভিষেক আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট

IPL 2025 News in Bangla

বৈভব প্রসঙ্গে BCCI-কে সতর্ক করলেন চ্যাপেল! সচিন-কাম্বলি-পৃথ্বীর উদাহরণ টানলেন ধোনি-কোহলির লড়াইয়ে নাক গলাবে বৃষ্টি! RCB-র ১৬ পয়েন্ট ছোঁয়ার স্বপ্ন সফল হবে না? ওর প্রতিভা দেখে আমি অভিভূত: কার কথা বললেন বাটলার? কোন ভারতীয় জিতলেন তারকার মন? আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.