এবারের টি২০ বিশ্বকাপের আসর বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। ভারত নিজেদের গ্রুপ লিগের সবকটি ম্যাচই খেলবে আমেরিকার নিউ ইয়র্কে। এর মধ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে ভারত। আর সেই ম্যাচে নিউ ইয়র্কের পিচ নিয়ে উঠেছে প্রশ্ন। গুড লেংথে বল পড়ে যেভাবে লাফিয়েছে, তাতে চোট পেয়েছেন রোহিত শর্মা। ঋষভ পন্থের হাতেও লাফিয়ে উঠে বল লেগেছে। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞই এই পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে রবিবার এই মাঠেই ভারত বনাম পাকিস্তানের মহাদ্বৈরথ। এর আগে নিউ ইয়র্কের পিচ নিয়ে মুখ খুললে আইসিসি। (আরও পড়ুন: অফিস থেকে ছুটি নিয়ে খেলছেন T20 WC, কে এই পাকিস্তানকে হারানো সৌরভ নেত্রভালকর?)
টি২০ বিশ্বকাপের জন্য নিউ ইয়র্কের ন্যাসাউ কাউন্টিতে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। সেখানে 'ড্রপ-ইন' পিচ এসে বসানো হয়েছে। সেই পিচ নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে। তবে পিচের মান নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। এই পরিস্থিতিতে আইসিসির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হল, 'টি২০ ইনকর্পোরেশন এবং আইসিসি স্বীকার করছে যে এখনও পর্যন্ত ন্যাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেই পিচে খেলা হয়েছে তার মান আমাদের আশা পূরণ করেনি। তবে বিশ্বমানের মাঠকর্মীরা তা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতির সমাধান সূত্র যাতে বেরিয়ে আসে, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এই মাঠে হতে চলা বাকি ম্যাচগুলিতে যাতে পিচের মান ভালো থাকে, তার চেষ্টা চলছে।'
উল্লেখ্য, এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় রোহিতের হাতে চোট লেগেছিল। সেই চোট পাওয়ার পরে কয়েকটি দুর্দান্ত শট অবশ্য মেরেছিলেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরানে পৌঁছানোর ১ বল পরই তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তারপরই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে শঙ্কা তৈরি হয়েছিল। এরপর ঋষভ পন্থের কুনুইতেও লাফিয়ে ওঠা একটি বলের আঘাত লেগেছিল। তবে ঋষভ মাঠ ছাড়েননি। পরে ম্যাচ শেষে রোহিত শর্মা জানান, তাঁর চোট গুরুতর নয়। এদিকে বিসিআই সূত্রেও জানানো হয়েছে, রোহিতের চোট গুরুতর নয়। পাকিস্তান ম্যাচের আগে ভারতের দু'টি প্র্যাকটিস সেশন রয়েছে। এদিকে এই পিচ নিয়ে নিজেদের অসন্তোষ চেপে রাখেননি প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, মাইকেল ভনরা। এমনকী আয়ারল্যান্ড ম্যাচে দুর্দান্ত খেলা রোহিত শর্মাও পিচের গতিপ্রকৃতি নিয়ে ধন্দে ছিলেন। তিনি বলেছিলেন, 'ব্যাট করার ক্ষেত্রে এটা বেশ চ্যালেঞ্জিং পিচ। এখানে কীভাবে বোলারদের মোকাবিলা করা যায়, তার উপায় খুঁজতে হবে আমাদের।'