আইপিএল ২০২৫-এ মুখ থুবড়ে পড়তেই গৌতম গম্ভীরের না থাকা নিয়ে হাহুতাশ শুরু কলকাতা নাইট রাইডার্সের। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে গৌতির প্রসঙ্গ উঠতেই কেকেআর-এর তারকা পেসার হর্ষিত রানা বলে দিয়েছেন, দলের প্রাক্তন মেন্টরকে তিনি মিস করেন। গত বছর নাইটদের শিরোপা জয়ের পিছনে বড় ভূমিকা ছিল দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরের। তাঁর অনুপস্থিতি নিয়ে শিবিরের সম্ভাব্য উদ্বেগের কথা বলেছেন হর্ষিত।
২০২৪ সালের আইপিএলে গৌতম গম্ভীর কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হিসেবে ফিরে এসেছিলেন। এর আগে কেকেআর অধিনায়ক হিসেবে নাইটদের দু'বার ট্রফি জিতিয়েছিলেন। আর ২০২৪ সালে মেন্টর হিসেবে কলকাতার দলকে তৃতীয় ট্রফির জয়ের স্বাদ দেন গৌতি। তবে এর পর তিনি জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেওয়ায়, নাইটদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়।
কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদিক সম্মেলনে হর্ষিত রানা বলেছেন যে, সাপোর্ট স্টাফ কমবেশি গত বছরের মতোই আছে এবং অভিষেক নায়ারের ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তনও বড় বিষয়। তবে দল গম্ভীরকে মিস করছে কিনা জানতে চাইলে, হর্ষিত বলেন, ‘আমি এটা বলব না কারণ সাপোর্ট স্টাফরাও একই রকম। অভিষেক (নায়ার) ভাইও ফিরে এসেছেন। চান্দু স্যার, ডোয়াইন ব্রাভো সবাই ভালো। কিন্তু আমি সেই উত্তেজনা মিস করি। আমি নিজের কথা বলছি।’ তিনি আরও যোগ করেন, ‘গম্ভীরের একটা আভিজাত্য আছে। যে ভাবে তিনি দলকে নেতৃত্ব দেন। আমি সেই বিষয়টাই বলছি।’
অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে দলের খারাপ পারফরম্যান্সের পর বিসিসিআই কর্তৃক সহকারী কোচের পদ থেকে নায়ারকে অপসারণ করা হয়েছে। এবং এর পর তিনি কেকেআর-এ ফিরে এসেছেন। এই বিষয়ে হর্ষিত বলেন, ‘ওঁর ফিরে আসা অনেক পরিবর্তন আনবে কারণ তিনি খুবই বুদ্ধিমান। তিনি পরিস্থিতি খুব ভালো ভাবে বোঝেন এবং কেকেআর দল সম্পর্কে ভালো ভাবে অবগত। তিনি এই দল গঠনে বছরের পর বছর ব্যয় করেছেন। এখন তাঁর আগমন অনেক সাহায্য করবে।’
ফ্র্যাঞ্চাইজিতে ভারতীয় খেলোয়াড়দের একটি শক্তিশালী স্কোয়াড থাকা সত্ত্বেও, কেকেআর গত বছরের শিরোপাজয়ী ফর্ম থেকে বহু দূরে আপাতত অবস্থান করছে। রানা নিজেই স্বীকার করেছেন যে, তিনি বর্তমানে তাঁর পারফরম্যান্সে একেবারেই খুশি নন। বলেওছেন, ‘আমাদের ভারতীয় বোলিং বেশ শক্তিশালী। তবে আমি আমার পারফরম্যান্সে খুব একটা খুশি নই। লালা রিভার্স সুইংয়ে সাহায্য করছে। স্পিনারদের নিয়ে চিন্তিত নই।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই মরশুমে আদৌ প্লে-অফে উঠবে? তারা এই মরশুমে নয় ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে। বাকি পাঁচটি ম্যাচ হেরেছে। একটি ম্যাচে কোনও ফল হয়নি। ৭ পয়েন্ট নিয়ে তারা বেশ চাপে রয়েছে। নাইটদের প্লে-অফে ওঠার অঙ্ক এখন বেশ জটিল।