সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর, এবার আর এক প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছেন। তিনিও ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক সম্পূর্ণ ভাবে শেষ করার দাবি তুলেছেন। আজহারের এই দাবি এমন একটা সময়ে করেছেন, যখন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে একের পর এক খারাপ কথা বলে চলেছেন। ভারতকে তীব্র ভাবে আক্রমণ করছেন। মহম্মদ আজহারউদ্দিন, যিনি তাঁর সময়ের একজন স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন, বলেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া উচিত।
আজহারউদ্দিন ঠিক কী দাবি তুলেছেন?
আজহারের মতে, ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা। মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬১ বছর বয়সী তারকা সাফ বলে দিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, ভারতের শুধু পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ এড়িয়ে চলার অবস্থানেই আটকে থাকা উচিত নয়, বরং এখন আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এবং এসিসি-র (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সমস্ত টুর্নামেন্টেই পাকিস্তানের বিরুদ্ধে খেলা থেকেও সরে আসা উচিত।’
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে ছুটি কাটাতে আসা পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের গুলিবর্ষণে ২৬ জনেরও বেশি নিরীহ প্রাণহানি ঘটেছে। আজহারউদ্দিন এই হামলাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, এই ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া প্রয়োজন। তাঁর দাবি, ‘ক্রিকেট এমন একটি খেলা যা ঐক্যবদ্ধ করে, কিন্তু এই ধরনের ট্র্যাজেডির ছায়ায় এটি খেলা যায় নায’
কী বলেছিলেন সৌরভ?
কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে, সন্ত্রাসবাদকে কোনও মূল্যে সহ্য করা উচিত নয়। তিনিও ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘পহেলগাঁও-এর ঘটনা কোনও রসিকতা নয়। ১০০ শতাংশ, এটা (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতি বছর এমন ঘটনা ঘটবে, এটা কোন মজার বিষয় নয়। সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’
ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক নিয়ে বিসিসিআই কী বলেছে?
পহেলগাঁও জঙ্গি হামলার পর, বিসিসিআই-এর পক্ষ থেকে রাজীব শুক্লা বলেছিলেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ ভবিষ্যতেও হবে না। তিনি বলেছিলেন, ‘মৃতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি রয়েছে সমবেদনা। আর খেলার ক্ষেত্রে বলতে পারি, সরকার যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। আর আগামীতেও খেলব না। কিন্তু আইসিসি টুর্নামেন্টে খেলতে হয়।’
তবে একই সঙ্গে শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি আইসিসি-কে চিঠি লিখে অনুরোধ করেছে, তারা কোনও টুর্নামেন্টে (বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি) আর যেন ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে না রাখে। যদিও এই খবরের সত্যতা জানা যায়নি।