চলতি আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে যখনই মাঠে নামার সুযোগ পেয়েছেন, কার্যকরী বোলিং করেছেন আরশাদ খান। বৃহস্পতিবার আমদাবাদে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লিগের ম্যাচে গুজরাট দলনায়ক শুভমন গিল পিচের এক প্রান্ত দিয়ে নতুন বল তুলে দেন আরশাদের হাতে। তবে নিজের প্রথম ওভারে যারপরনাই বিব্রত হন আরশাদ। আতঙ্ক ছড়ায় গুজরাট টাইটানস শিবিরে।
নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে টস জিতে লখনউকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাট দলনায়ক গিল। এডেন মার্করামকে সঙ্গে নিয়ে লখনউয়ের হয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ। গুজরাটের হয়ে প্রথম ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর প্রথম বলেই চার মেরে খাতা খোলেন মার্করাম। প্রথম ওভারে ৮ রান ওঠে।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আরশাদ। তিনি প্রথম ডেলিভারির আগেই পপিং ক্রিজে পা পিছলে আছাড় খান। তড়িঘড়ি গুজরাটের ফিজিও মাঠে নামেন। প্রাথমিক শুশ্রুষা নিয়ে আরশাদ পুনরায় বোলিং শুরু করেন।
আরও পড়ুন:- লখনউয়ের বিরুদ্ধে ল্যাভেন্ডার জার্সিতে মাঠে নামলেন গিলরা, গুজরাটের এই রংবদলের কারণ কী?
শুরুতে একটি ওয়াইড বল করেন আরশাদ। তাঁর প্রথম বৈধ ডেলিভারিতে চার মারেন মার্করাম। দ্বিতীয় বলে ১ রান নেন এডেন। আরশাদের তৃতীয় বলে ছক্কা হাঁকান মিচেল মার্শ। চতুর্থ বলে লেগ-বাই হিসেবে ১ রান তোলে লখনউ। পঞ্চম বল করার আগে ফের পপিং ক্রিজে পা পিছলে আছাড় খান আরশাদ। ফের ফিজিও মাঠে নামেন এবং পুনরায় প্রাথমিক শুশ্রুষা নিয়ে বোলিং শুরু করেন টাইটানসের ভারতীয় পেসার।
আরশাদের ওভারের পঞ্চম ডেলিভারিতে ১ রান নেন মার্করাম। শেষ বলে কোনও রান ওঠেনি। মার্শের স্ট্রেট ড্রাইভে বল আটকানোর চেষ্টায় ফের পিচে আছাড় খান আরশাদ। অর্থাৎ, নিজের প্রথম ওভারে পিচে তিনবার আছাড় খান আরশাদ খান। এবার অবশ্য মাঠে ফিজিও নামেননি। বরং আর্শাদ নিজে বাউন্ডারি লাইনের বাইরে বেরিয়ে যান।
নিজের প্রথম ওভারে আরশাদ মোট ১৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। যদিও একটি লেগ-বাই মিলিয়ে সেই ওভারে মোট ১৪ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়ান্টস।
উল্লেখযোগ্য বিষয় হল, আরশাদ পিচে পড়ে যাওয়ার পরে খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দেন মিচেল মার্শ। নন-স্ট্রাইকার প্রান্তে ব্যাট করা অজি তারকা তড়িঘড়ি আরশাদের কুশল সংবাদ নেন। গুজরাট বনাম লখনউ ম্যাচে পিচে বাড়তি ঘাস ছেড়ে রাখা হয়। সেই কারণেই আরশাদের পা পিছলে যায় বলে মতামত প্রকাশ করেন ধারাভাষ্যকাররা।