ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। এক সাহসী সিদ্ধান্ত নিল বেন স্টোকস অ্যান্ড কোম্পানি। এই দলে জায়গা হল জোফ্রা আর্চারের। জোফ্রা আর্চার ২০২১ সালের পর প্রথমবার টেস্ট দলে ফিরছেন। ভারতের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ অবস্থায় রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের লক্ষ্য তাদের বোলিং আক্রমণে নতুন করে গতি আনা, আর সেই উদ্দেশ্যেই বহু প্রতীক্ষিত আর্চারের প্রত্যাবর্তন। তিনি দলে এসেছেন জোশ টাং-এর পরিবর্তে।
ইংল্যান্ড মেনস টিম ভারতের বিরুদ্ধে লর্ডসে বৃহস্পতিবার শুরু হতে চলা রোথেসে তৃতীয় টেস্টের জন্য তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। সাসেক্সের পেসার জোফ্রা আর্চার, নটিংহ্যামশায়ারের জোশ টাংয়ের জায়গায় দলে এসেছেন। এটি আর্চারের ২০২১ সালের ফেব্রুয়ারির পর প্রথম টেস্টে জায়গা পাওয়া। যেখানে তিনি আমদাবাদে ভারতের বিরুদ্ধেই শেষবার খেলেছিলেন। বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।
২০২১ সালের পর থেকে কনুই ও পিঠের চোটের কারণে আর্চার কেবল সাদা বলের ক্রিকেটেই খেলেছেন। ৩০ বছর বয়সি এই পেসার ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকের পর থেকে ১৩টি টেস্টে ৩১.০৪ গড়ে ৪২টি উইকেট নিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে লিডসে জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে বার্মিংহ্যামে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নিয়ে ভারত সিরিজে সমতা ফিরিয়েছে।
ইংল্যান্ডের তৃতীয় টেস্টের একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।