বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে IPL ২০২৫-এর জন্য প্লেয়ার রিটেনশন প্রক্রিয়া। কোটিপতি হয়েছেন ক্রিকেটাররা। অনেক নাম করা ক্রিকেটারদের যেমন ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলি, তেমনই অনেক তারকাদের ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফে। সেরকমই একজন RCB-র ক্যামেরন গ্রিন। এই অজি ক্রিকেটারকে IPL ২০২৫-এর জন্য রিটেন করা হয়নি বেঙ্গালুরুর তরফে। বৃহস্পতিবার RCB-এর ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে ধরে রাখতে চেয়েছিল কিন্তু অলরাউন্ডারের চোটেক কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিতে পারেননি। এমনকি গ্রিন আসন্ন IPL মরশুমেও খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।
বোবাট বলেছেন, ‘অন্য একজন খেলোয়াড়কে আমরা অবশ্যই ধরে রাখতাম। সেটা ক্যামেরন গ্রিন। কিন্তু দুর্ভাগ্যবশত সে চোটের কারণে IPL থেকে ছিটকে গেছে’। গ্রিন গত মরশুমে IPL শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ১৭.৫০ কোটি টাকার বিনিময়ে যোগ দিয়েছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজির জন্য সেই ভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি তিনি। IPL ২০২৪-এ গ্রিন ১৩ ম্যাচে মাত্র ২৫৫ রান করেন এবং ১০টি উইকেট নেন। ২ সপ্তাহ আগে, ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছিল যে আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের বিরুদ্ধে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন খেলতে পারবেন না, কারণ তাঁর পিঠে অস্ত্রোপচার করা হবে।
ইংল্যান্ডে ODI সিরিজ চলাকালীন পিঠের নিচের দিকে চোট ধরা পড়ে গ্রিনের, প্রায় ৬ মাসের জন্য ক্রিকেট মাঠ থেকে বাইরে থাকবেন তিনি বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে হয়তো তাঁকে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার টেস্ট সফর এবং পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে। এদিকে, বিরাট কোহলিকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে RCB, বৃহস্পতিবার IPL ২০২৫-এর প্লেয়ার রিটেনশনে সবচেয়ে বেশি অর্থ পাওয়া ভারতীয় ক্রিকেটার তিনি। কোহলি ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেবল মিডল অর্ডার ব্যাটার রজত পতিদার এবং বাঁ-হাতি পেসার যশ দয়ালকে ধরে রেখেছে। পতিদারকে ১১ কোটি টাকার বিনময়ে এবং দয়ালকে ৫ কোটি টাকার বিনময়ে ধরে রাখা হয়। এর অর্থ হল আসন্ন IPL ২০২৫-এর মেগা অকশনের সময় RCB-এর কাছে ৩টি রাইট টু ম্যাচ (RTM) কার্ড উপলব্ধ থাকবে।
৩ বারের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঘিরে সবচেয়ে বড় জল্পনা ছিল কোহলির নেতৃত্বে ফিরে আসা। কোহলি যে RCB-র প্রধান রিটেনশন হবে তাতে খুব কমই সন্দেহ ছিল। তবে প্রাক্তন ভারত অধিনায়ককে আরও একবার IPL-এ নেতৃত্ব দিতে দেখা যাবে কিনা সেটা সময় বলবে।