আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল এবারে বেশ ভালো দল গড়ে নিয়েছে। সাম্প্রতিককালের অন্যতম সেরা দলই তাঁরা বানিয়েছে, এমনটাই দাবি করছেন ব্যাটিং কোচ এবং মেন্টর দীনেশ কার্তিক। আরসিবি অন্যান্যবারে বোলিংয়ের দিক থেকে মার খায় তাই ভালো বোলিং অ্যাটাকের পাশাপাশি শক্তিশালী ব্যাটিং লাইন আপও তাঁদের প্রয়োজন ছিল, আর সেটা তাঁরা করেছে বলেই মনে করছেন।
কোহলি থেকে ক্রুণাল, RCB এবারে শক্তিশালী-
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জিতেশ শর্মা, দেবদূত পাডিক্কাল, এতভালো ব্যাটিং লাইন আপ এবারে বানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবির। বোলারদের মধ্যেও অস্ট্রেলিয়ান স্পিডস্টার জোস হেজেলউডের পাশাপাপাশি রয়েছেন ভুবনেশ্বর কুমার, রাসিক সালাম দার, ক্রুণাল পাণ্ডিয়ারা।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
ব্যাটিং ইউনিট শক্তিশালী-
দল রাখতে পারেনি উইল জ্যাকস, মহম্মদ সিরাজ, আকাশদীপদের। কিন্তু তাঁদের ছাড়াও এই আরসিবি বেশ শক্তিশালী বলছেন মেন্টর দীনেশ কার্তিক। তিনি বলছেন, ‘আমাদের দলে বৈচিত্রময় ক্রিকেটার রয়েছে। এটা আইপিএলের সেরা বোলিং অ্যাটাক। ব্যাটিংও আমাদের শক্তিশালী। ফিল সল্ট, বিরাট কোহলি, লিভিংস্টোনদের থাকা টি২০তে জরুরি ’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
সিরাজকে রাখার ইচ্ছা ছিল-
সিরাজকে দলে নিতে না পারা নিয়ে কার্তিক বলছেন, ‘ সিরাজ আমাদের দলের অন্যতম সেরা বোলার ছিল। ওকে নেওয়ার ইচ্ছা ছিল। আমরা গেছিলাম ওকে কিনতে। কিন্তু ওই মূহূর্তে ভালো দল গড়তে গেলে অতটা টাকা খরচা করা উচিত ছিল না। সিরাজের জন্য খারাপ লাগছে। ওকে অনেক শুভেচ্ছা। ওকে পেতে আমরা চেষ্টাও করেছি, কিন্তু আইপিএলের নিলামের সৌন্দর্য এটাই।’
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
এটাই আরসিবির ইতিহাসে অন্যতম সেরা দল
কার্তিক শেষ করছেন , ‘ ভক্তদের বলতে পারি, আরসিবির ইতিহাসে অন্যতম সেরা দল বানিয়েছে এবারে। এই দলে ভুবনেশ্বর কুমার, জোস হেজেলউডের মতো অভিজ্ঞ বোলাররা রয়েছে দলে। আরসিবির আগে যা ছিল না সব এবারে চেষ্টা করেছি পূর্ণ করতে। কোনও ক্রিকেটারের ওপরই আমরা খুব বেশি টাকা খরচ করিনি। আমাদের টার্গেট ওপরের দিকে ওঠা আর সমর্থকদের খুশি করা।’