মুম্বইতে পঞ্চম টি২০ ম্যাচ শেষের পরই ভারতীয় দলের ড্রেসিং রুমে সেরা ফিল্ডারকে তুলে দেওয়া হল পদক। তবে স্রেফ এই ম্যাচের জন্য নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের জন্য এই পদক দেওয়া হয়। পেলেন এক ব্যাটার, যিনি ব্যাটে তেমন নজর কাড়তে না পারলেও বল তালুবন্দী করে এবং রানআউট করে নজর কেড়েছেন।
ফিল্ডিং নিয়ে উচ্ছসিত টি দিলীপ
ম্যাচ জয়ের পর ক্রিকেটারদের ফিল্ডিংয়ের প্রশংসা করে ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ‘খুব ভালো পারফরমেন্স করেছো সকলে। সব সময় দলগতভাবে ভালো পারফরমেন্স করায় আমাদের জোর থাকে। আর এই সিরিজে তোমরা প্রমাণ করে দিয়েছো ভালো ফিল্ডিং করাটা শুধু মাত্র একটা দক্ষতা নয়, এটা এক ধরণের মানসিকতারও পরিচয়। কটা বল আমাদের কাছে আসবে সেটা তো জানি না, তবে সব বলই ধরতে হবে সেটা আমাদের হাতে’।
বরুণের প্রশংসায় দিলীপ
পঞ্চম টি২০তে বরুণ চক্রবর্তীর ফিল্ডিং নজর কেড়েছিল, তাই তাঁকেও প্রশংসায় ভরিয়ে দেন ভারতের ফিল্ডিং কোচ। তিনি বলেন, ‘ বিশেষ করে অভিনন্দন জানাবো বরুণকে। প্র্যাকটিসের সময় ওর কঠোর পরিশ্রমের ফল এখন পেয়েছে ভালো ফিল্ডিংয়ের মধ্যে দিয়ে। এটা সিরিজের মেডেল তাই গোটা সিরিজে যে ধারাবাহিকভাবে ভালো ফিল্ডিং করেছে তাকেই এই পুরস্কার দেওয়া হবে। অধিনায়ক সূর্যকুমার যাদবকে বলব এই পদক পড়িয়ে দিতে।’
আরও পড়ুন-ISLএ মোহনবাগানকে সুবিধা করে দিল জামশেদপুর! ৩-১ হারাল গোয়াকে
সেরা ফিল্ডার জুরেল-
এরপর সূর্যকুমার যাদব প্রথমে বরুণ চক্রবর্তীর কাছে যান, তারপর তাঁকে না পরিয়ে তিনি অন্যান্য ক্রিকেটার দিকেও একবার চোখ বুলিয়ে নেন। এরপর তিনি সেরা ফিল্ডারের পদক ঝুলিয়ে দেন ভারতীয় দলের ব্যাটার ধ্রুব জুরেলের গলায়। এই সিরিজে তিনি সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে মাঠে নেমেও নজর কেড়েছিলেন। পাঁচ ম্যাচের সিরিজে ছয়টি ক্যাচের পাশাপাশি একটি রানআউটও করেছেন জুরেল।
পঞ্চম টি২০তে দুর্দান্ত পারফরমেন্স ভারতের-
প্রসঙ্গত পঞ্চম টি২০ ম্যাচে ভারতীয় দল ১৫০ রানে জিতে যায়। অভিষেক শর্মা ব্যাট হাতে ৫৪ বলে ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে বড় রানের পাহাড়ে বসিয়ে দিয়েছিলেন। এরপর মহম্মদ শামি তিন উইকেট নেন। বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মারাও হাত ঘুরিয়ে দুটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে মাত্র ৯৭ রানেই গুটিয়ে দেয়। ১২ ওভারের আগেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।