ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দ দেশজুড়ে উদযাপিত হয়েছে, আর ভারতীয় ডাক বিভাগ এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। মহারাষ্ট্র সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং মঙ্গলবার একটি বিশেষ ডাকটিকিট বাতিল চিহ্ন (Postal Cancellation Mark) উন্মোচন করেছেন, যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের জয় উদযাপন করছে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের স্মরণে মুম্বই জেনারেল পোস্ট অফিসের বড় পদক্ষেপ। বিশেষ ডাকটিকিট বাতিল চিহ্ন উন্মোচিন করা হল, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির চিহ্নকে ব্যবহার করা হয়েছে। মহারাষ্ট্র সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিংয়ের হাত ধরে এই কাজটি সম্পন্ন করা হয়। ভারতের আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের স্মরণে বিশেষ বাতিল ডাকটিকিট চিহ্ন উন্মোচন করেন অমিতাভ সিং।
আরও পড়ুন … NZ vs PAK: IPL 2025-র জন্য পাকিস্তানের বিরুদ্ধে T20I সিরিজ খেলবেন না একাধিক কিউয়ি ক্রিকেটার
এই বিশেষ ‘ক্যানসেলেশন মার্কিং’ ডাকটিকিট ও পোস্টাল স্টেশনারি পুনরায় ব্যবহারের হাত থেকে রক্ষা করতে ব্যবহৃত করা হবে। মঙ্গলবার মুম্বই জেনারেল পোস্ট অফিসে (GPO) এক অনুষ্ঠানে এই বিশেষ ডাকটিকিট চিহ্ন প্রকাশ করা হয়, যা ভারতীয় ক্রিকেট দলের গৌরবময় অর্জনকে উদযাপন করতে এটি ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়া পোস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পুরো বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন … Sports Ministry lifts ban on WFI: ২৬ মাসের লড়াই শেষ! আবার শুরু হবে কুস্তি লিগ
ভারতের ক্রিকেটীয় সাফল্যের স্মারক
এই বিশেষ ডাকটিকিট বাতিল চিহ্নটি ভারতের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য ও জাতীয় গর্বকে প্রতিফলিত করে। এটি ক্রিকেটপ্রেমী ও ডাকটিকিট সংগ্রাহকদের জন্য একটি মূল্যবান সংগ্রহযোগ্য বস্তু হয়ে উঠবে। মুম্বই GPO-তে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুচিতা জোশী, পোস্টমাস্টার জেনারেল, মুম্বই অঞ্চল। এছাড়াও মনোজ কুমার, ডিরেক্টর পোস্টাল সার্ভিসেস (মেইল ও বিজনেস ডেভেলপমেন্ট), মহারাষ্ট্র সার্কেল এবং অন্যান্য বিশিষ্ট অতিথি, কর্মকর্তারা ও ক্রিকেটপ্রেমীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন … WTC 2023-25 Final-এ নেই রোহিত-বিরাট, আর্থিক ক্ষতির মুখে লর্ডস! বিশ্ব দেখল ভারতীয় ক্রিকেটের শক্তি
বিশেষ ‘ক্যানসেলেশন মার্কিং’ ডাকটিকিট প্রকাশের পরে মহারাষ্ট্র সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং জানান, ‘ভারতের ক্রীড়া সাফল্যকে স্মরণীয় করে রাখতে এই ডাকটিকিট চিহ্ন প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। এটি দেশের ক্রিকেট বিজয়ের এক ঐতিহাসিক মুহূর্তের স্মারক হয়ে থাকবে।’
ভারত ৯ মার্চ নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে তাদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে। এর আগে ২০০২ সালে (যখন তারা শ্রীলঙ্কার সঙ্গে ট্রফি ভাগ করে) এবং ২০১৩ সালে ভারত এই শিরোপা জিতেছিল। তবে রোহিতদের জয়কে স্মরণীয় করে রাখল মুম্বই পোস্ট অফিস।