আম্পায়ারের সিদ্ধান্তে বিরল ঘটনা কেনিংটন ওভালে। ইংল্যান্ডের তারকা পেসারকেই কিনা আন্তর্জাতিক ম্যাচে করতে হল স্পিন বোলিং, যার ফলে এক সমস্যাও হল তাঁর। আসলে ওভালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট চলছে। শনিবার খেলা চলছিল দ্বিতীয় দিনের। কিন্তু খেলার শুরুর কয়েক ঘন্টার পর থেকেই মেঘের কারণে মাঠের আলো কমে যাচ্ছিল। একটা সময় এতটাই মেঘাচ্ছন্ন হয়ে যায় মাঠ যে পেসারকে বাধ্য হতে হয় স্পিন বোলিং করার জন্য। ইংল্যান্ড দলের অধিনায়ককে আম্পায়াররা জানিয়ে দেন জোরে বোলিং করার মতো উপযুক্ত আলো নেই, আবার বৃষ্টির পড়ছে না যে ম্যাচ স্থগিত করে প্যাভিলিন ফেরা যাবে, তাই পেস বোলার যাতে সেই ওভার স্পিন বোলিং করে শেষ করেন।
আরও পড়ুন-ভিডিয়ো- ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস…
ঘটনাটি শ্রীলঙ্কার ইনিংসের সপ্তম ওভারে ঘঠে। প্রথম দুটি বল ভালোই করেছিলেন ক্রিস ওকস। এরই মধ্যে নিজের ভুলের জন্য রানআউট হয়ে যান করুনারত্নে। অবশ্য তাঁর আউটের ক্ষেত্রে নিশাঙ্কারও ভুল কল দায়ী। এরপরই আম্পায়ররা গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপকে জানান, খারাপ আলোর জন্য জোরে বোলিংয়ের মতো পরিবেশ নেই। তাই ওভারের বাকি চারটি বল স্পিনার হিসেবে করতে হবে ওকসকে। এরপর ক্রিস ওকসকে দেখা গেল, একেবারে পোড় খাওয়া স্পিনারের মতোই অফ স্পিন বোলিং করতে।
আরও পড়ুন-ভিডিয়ো- টেস্ট সিরিজ শুরুর আগে হাড়ভাঙা খাটুনি রোহিতের! দেখে মনে হবে না বয়স ৩৭!
সপ্তম ওভারে স্পিনারের ভূমিকায় বোলিং করতে গিয়ে একটি চার খেলেন ক্রিস ওকস। বাকি তিনটি বল অবশ্য খারাপ করেননি ৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। বাকি তিনটি বলের মধ্যে একটি বল বিট খান নিশাঙ্কা। বাকি দুটি বলে ১ রান করে নেন কুশল মেন্ডিস এবং নিশাঙ্কা। সেই ভিডিয়ো ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় দেওয়া হতেই তা ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন-Duleep Trophy- ৮ উইকেট মানবের,উইনিং রান অভিষেকের ব্য়াটে! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের টিম…
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড দল ৩২৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে শ্রীলঙ্কা। ৯৩ রানের মধ্যেই ৫টি উইকেট হারায় লঙ্কানরা। সিরিজ ইতিমধ্যেই ২-০ ফলে জিতে নিয়েছে ওলি পোপের ইংল্যান্ড, ফলে এই টেস্ট ধননঞ্জয় দি সিলভা, দিনেশ চান্দিমালদের কাছে সম্মানরক্ষার ম্যাচ।