ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হারতে হলেও পরবর্তী ৫ ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় ইংল্যান্ড। টি-২০ সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়। দল টি-২০ সিরিজ জিতলেও দুই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের দীর্ঘদিনের দুই কোচিং স্টাফ কার্ল হপকিনসন ও রিচার্ড ডসন ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষেই দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়ে দেওয়া হয় ইসিবির তরফে। ব্রেন্ডন ম্যাকালাম তিন ফর্ম্যাটেই ইংল্যান্ড কোচের দায়িত্ব নিতে রাজি হওয়ার পরেই সাপোর্ট স্টাফের টিমে আমূল বদলের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড বোর্ড।
হপকিনসন ও ডসন, উভয়েই আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইংল্যান্ড দলের ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২২ টি-২০ বিশ্বকাপ জয়ের সঙ্গী ছিলেন হপকিনসন। টি-২০ বিশ্বকাপ জয়ের সময় ডসন ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন, তবে তিনি ওয়ান ডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের শরিক ছিলেন না।
আরও পড়ুন:- Shreyas Iyer to Lead Mumbai: এখন আর KKR-এর ক্যাপ্টেন নন, এবার T20-তে মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স, দলে নেই সূর্যকুমার
এছাড়া কোচিং স্টাফ হিসেবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে ২০২২ যুব বিশ্বকাপের ফাইনালে তোলেন ডসন ও হপকিনসন। ডসন ২০২২ টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সিনিয়র দলের কোচিং স্টাফ নিযুক্ত হন। হপকিনসন ২০১৮ সাল থেকে ইংল্যান্ডের সিনিয়র দলের সঙ্গে যুক্ত। যার অর্থ, প্রায় ৭ বছর জোস বাটলারদের সঙ্গে কাজ করেছেন হপকিনসন।
ভেস্তে গেল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড পঞ্চম টি-২০
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ৩টি টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পরে ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে পরাজিত হয়। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে মাঠে নামে ইংল্যান্ড।
আরও পড়ুন:- WBBL 2024: মেলবোর্নের হয়ে দীপ্তি-যস্তিকা ব্যর্থ, বিগ ব্যাশে ব্রিসবেনকে জেতালেন জেমিমা-শিখা
সেল্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জেতেন ইংল্যান্ড দলনায়ক জোস বাটলার। তিনি ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে।
আরও পড়ুন:- India Beat China: অলিম্পিক রুপোজয়ী চিনকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ভারত
এভিন লুইসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শাই হোপ। জোফ্রা আর্চারের প্রথম ওভারে ৬ রান ওঠে। জন টার্নারের দ্বিতীয় ওভারেও ওঠে ৬ রান। আর্চার তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে ১১ রান খরচ করেন। জেমি ওভার্টনের চতুর্থ ওভারে ওঠে মাত্র ৫ রান। টার্নার পঞ্চম ওভারে বল করতে এসে ১৬ রান খরচ করেন।