রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন নিজের ছন্দে থাকলে, তাঁকে আটকানো বেশ ঠিন হয়। তিনি বোলারদের ভালো মতোই পেটাতে থাকেন। স্যামসন বিশেষ করে কোনও রকম ভুলভ্রান্তি ছাড়াই বড় শট মারার জন্য পরিচিত। কিন্তু বুধবার (১৬ এপ্রিল) আইপিএলের ৩২তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এমনই একটি শট সমস্যায় ফেলে দেয় সঞ্জুকে। সঞ্জু স্যামসন এদিন একটি দুর্দান্ত ছক্কা মারার পরেই, রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান সাজঘরে। তবে এমনটা কেন ঘটল?
কোটলায় টস জিতে রাজস্থান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এবং দিল্লিকে ১৮৮ রানে আটকে দেয়। জবাবে রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল শুরুটা দুর্দান্ত ছন্দে করেন। তাঁকে যোগ্য সঙ্গত করছিলেন আরআর অধিনায়ক সঞ্জু স্যামসনও। তিনিও বড় শট মারতে শুরু করেন। পাওয়ার প্লে-তেই রাজস্থান ৬০ রানের গণ্ডি অতিক্রম করে ফেলে। ষষ্ঠ ওভারে সঞ্জু স্যামসন পরপর দুই বলে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে দলকে ৬০ রানের গণ্ডি পার করিয়ে দেন। কিন্তু এর পরেই সঞ্জু নিজে এবং তাঁর দল বড় ধাক্কা খান।
ছক্কা মারার মূল্য চোকাতে হয় সঞ্জু স্যামসনকে
আসলে, ষষ্ঠ ওভারে দিল্লির স্পিনার বিপরাজ নিগমের বলে সঞ্জু প্রথমে চার মারেন। তার পরের বলেই ছক্কা হাঁকান তিনি। কিন্তু এই ছক্কা মারতে গিয়েই তাঁর পাঁজরে টান লাগে। পরের বলটি খেলতে গিয়ে তাঁর ব্যথা আরও বেড়ে যায়। ফিজিয়ো কিছুক্ষণ তাঁকে পরীক্ষা করে দেখেন এবং তার পর সঞ্জু স্যামসন খেলার জন্য প্রস্তুত হন। কিন্তু আরও একটি বল খেলার পর তাঁর ব্যথা অসহনীয় হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে, খেলা চালিয়ে যাওয়ার পরিবর্তে, স্যামসন রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় রাজস্থানের স্কোর ছিল কোনও উইকেট না হারিয়ে ৬১ রান। রিটায়ার্ড আউট হওয়ার আগে স্যামসন ১৯ বলে ৩১ রান করে ফেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা, ২টি চার।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে নাও যেতে পারেন কোহলি, বুমরাহ, বড় প্রশ্ন থাকছে রোহিতকে নিয়ে- রিপোর্ট