চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ থেকে চোটের জন্য এবার ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়া সিরিজে কিছু মাস আগে নজর কাড়লেও তিনি ইংল্যান্ডে তেমন সফল হতে পারেননি। শুভমন গিলের দল আপাতত পিছিয়ে রয়েছে সিরিজে ১-২ ফলে। এই আবহেই নীতীশ পুরো ছিটকে গেলে গোটা সিরিজ থেকে। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট, এই টেস্ট ভারতীয় দল হারলে চলবে না। তাই জয়ের টার্গেট রাখবেন গিলরা। অন্ততপক্ষ ড্র করেই মাঠ ছাড়তে চাইবে তাঁরা।
বিসিসিআইয়ের তরফে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাঁপায়ের হাঁটুর চোটের জন্য নীতীশ রেড্ডি ছিটকে গেছে সিরিজ থেকে, তিনি দেশের ফিরছেন। পেসার আর্শদীপ সিং, যার এখনও টেস্ট অভিষেক হয়নি। তিনিও রয়েছেন চোটের মধ্যে। বাঁহাতের বুড়ো আঙুলে তাঁর চোট লেগেছে, সেই কারণে তার পক্ষে পরের টেস্টে খেলা সম্ভব নয় কোনওমতেই। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর ওপর নডর রেখেছে।
ইতিমধ্যেই চতুর্থ টেস্টের আগে অলরাউন্ডার অংশুল কম্বোজ ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। সিএসকেতে এবারের আইপিএলে ভালোই বোলিং করেছিলেন এই বোলার। রঞ্জিতেও তিনি এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন, ফলে তাঁর টেস্ট অভিষেক হলেও অস্বাভাবিক কিছুই নয়। কারণ আকাশ দীপেরও চোট রয়েছে।
গোটা সিরিজে ভারতীয় দলে অনেক অলরাউন্ডার প্রথম একাদশে খেলেছে। তখনও নীতীশ রেড্ডি, তখনও শার্দুল ঠাকুর। এঠাড়াও রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দররাও আছেন। কিন্তু নীতীশের চোটেরই দলের ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে গেছে। কুলদীপকে এখনও একটা ম্যাচেও খেলানো হয়নি, তাই চতুর্থ টেস্টে কোন বোলার প্রথম একাদশে সুযোগ পান সেই নিয়েও চর্চা চলছে। এদিকে পন্তেরও চোট রয়েছে। তাই একান্ত যদি ঋষভ খেলতে না পারেন, তাহলে ধ্রুব জুড়েলকেও প্রথম একাদশে দেখা যেতে পারে।