
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পরেই ফের ‘টাইম-আউট’ বিতর্ককে উস্কে দিলেন মুশফিকুর রহিম। লঙ্কার তারকা প্লেয়ার অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং তাঁর টিমকে কটাক্ষ করে হেলমেট নিয়ে সেলিব্রেশন করেছেন মুশফিকুর। যা নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।
এদিন চট্টগ্রামে সিরিজ নির্ণায়ক ম্যাচে বাংলাদেশ ২৩৬ রান তাড়া করতে নেমে, ৫৮ বল বাকি থাকতে চার উইকেটে জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে তারা ২-১ সিরিজ পকেটে পুড়ে ফেলে।
আরও পড়ুন: দুপুর ২টোয় অনুশীলনে গিয়ে, রাত ১২.৪৫-এ শেষ করত যশস্বী- অবাক করা গল্প শোনালেন উথাপ্পা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ট্রফি তুলে দেওয়ার পরে ঘটে ঘটনাটি। ট্রফি নিয়ে উদযাপন এবং ফটোশ্যুটের জন্য বাংলাদেশের প্লেয়াররা তখন একত্রিত হয়েছিলেন। সেই সময়ে মুশফিকুর এসে অপেক্ষা করার কথা বলেন। তার পর তিনি নিজের হেলমেট নিয়ে এসে তার স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছে বলে সকলকে দেখান। এমন কী অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান মুশফিকুর। শান্তও নাটক করে দেখান, কিছুই করার নেই তাঁর। শ্রীলঙ্কাকে কটাক্ষ করতেই এই নাটকটির মাধ্যমে সেলিব্রেশন করেন মুশফিকুর। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু।
আসলে গত বছর ওডিআই বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজ দেরি করে ক্রিজে আসায় টাইমড-আউটের আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার সময় দেখে ম্যাথিউজকে আউট ঘোষণা করেন। যে আউট নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ম্যাথিউজের হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছিল। তিনি সেটা আম্পায়ারকে দেখান। কিন্তু ততক্ষণে বাংলাদেশ দলের আবেদনে আউট হয়ে গিয়েছিলেন তিনি। কী কারণে দেরি হয়েছে, সেটি বোঝাতে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের দ্বারস্থও হয়েছিলেন ম্যাথিউজ। কিন্তু শাকিব আউটের আবেদন তুলে নেননি। যে কারণে ম্যাথিউকে মাঠ ছাড়তে হয়েছিল। আর সেটাই এদিন ফের অভিনয় করে দেখিয়ে বিতর্ক বাড়ালেন মুশফিকুর। প্রসঙ্গত, ম্যাথিউজ বিশ্বকাপের সেই ম্যাচে শাকিবকে আউট করার পর নিজের ঘড়ি দেখিয়ে টাইমড-আউট উদযাপন করেছিলেন।
আরও পড়ুন: ওর হাত সব সময়ে আমার কাঁধে থাকবে- রোহিত তাঁর নেতৃত্বে খেলবেন, অস্বস্তিতে নেই হার্দিক
এই ওডিআই সিরিজের ঠিক আগে, বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন অভিষ্কা ফার্নান্দোকে আউট করার পর শরিফুল ইসলাম তাঁর কব্জিতে একটি কাল্পনিক ঘড়ির দিকে ইঙ্গিত করে উইকেটটি উদয়াপন করেছিলেন। যেটা নিয়েও হয়েছিল তুমুল বিতর্ক। এর পর আবার শ্রীলঙ্কা টিমের প্লেয়াররা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর, ছবি তোলার সময়ে তাঁদের কব্জিতে একটি কাল্পনিক ঘড়ি দেখিয়ে বাংলাদেশকে কটাক্ষ করেছিলেন। তারই বদলা সম্ভবত এদিন নিলেন মুশফিকুর।
সোমবার তৃতীয় ওডিআই-এ টস জিতে প্রথম ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা জনিত লিয়ানাগের অপরাজিত ১০২ বলে ১০১ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে শ্রীলঙ্কা কোনও মতে ২৩৫ রান করেছিল। বাকিরা সেভাবে রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন চরিথ আসালঙ্কা। ২৯ করেছেন কুশল মেন্ডিস। বাকিরা তো ২০ রানেই পৌঁছতে পারেননি। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৪০.২ ওভারেই ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান করে ফেলে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৪ রান করেন তানজিদ হাসান। ১৮ বলে ৪৮ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন রিশাদ হোসেন। ৩৬ বলে ৩৭ করে অপরাজিত থাকেন মুশফিকুর। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। ২টি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports