গাব্বায় তৃতীয় টেস্টের শেষে সকলকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে কিংবদন্তি অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তাঁর নাম। অবসর গ্রহণের পর নিজের ক্রিকেট জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ২০১৮-এর ইংল্যান্ড সফরের একটা ঘটনা শেয়ার করেন এই অলরাউন্ডার। তিনি জানান, একটি মাস্টার ক্লাসের জন্য কীভাবে তাঁকে রবি শাস্ত্রীর কাছ থেকে বকা খেতে হয়েছিল। সেই সময় ভারতীয় দলের হেড কোচ ছিলেন শাস্ত্রী।
অশ্বিন ২০১৮ সালে ইয়ান ওয়ার্ডের সঙ্গে একটি মাস্টার ক্লাস করেছিলেন, সেই সময় তিনি ক্যারাম বল সহ তাঁর বোলিং বৈচিত্রগুলি নিয়ে আলোচনা করেছিলেন। এই অফ-স্পিনার এখন জানিয়েছেন যে শাস্ত্রী এই বিষয়টা মোটেও পছন্দ করেননি। কারণ তিনি মনে করেন এর ফলে ব্যাটারদের আউট করার জন্য অশ্বিন যেই বিভিন্ন টেকনিকের আশ্রয় নেয় তা সবাই জেনে যাবে। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে নাসের হুসেন এবং মাইকেল আথারটনের সঙ্গে কথা বলার সময় অশ্বিন বলেন, ‘সেই মাস্টার ক্লাসটি করার জন্য আমি রবি শাস্ত্রীর কাছ থেকে বকা খেয়েছিলাম। আমি নিশ্চিত যে আপনি তাঁর কাছ থেকে এটি সম্পর্কে শুনেছেন। আমি মনে করি তাঁর বক্তব্য যথেষ্ট যুক্তিযুক্ত ছিল, কিন্তু সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি নিজের মধ্যে কখনও নিরাপত্তাহীনতা বোধ করিনি। আমি মনে করি খেলায় দু’টি জিনিস আছে, তাই না?’
অশ্বিন আরও বলেন, ‘একটি হল আপনি যেই বলটা করতে চান সেটা করতে সক্ষম হওয়া এবং দ্বিতীয়টি হল আপনি অন্য প্রান্তে যেটা নিক্ষেপ করছেন সেটার প্রত্যুত্তর জানা। আর আমার বলতে দ্বিধা নেই আমি এটা করতে সব সময় সক্ষম।’ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও IPL এবং ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। ২০২৫ সালে তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। ভারতের হয়ে মোট ১০৬টি টেস্ট খেলেছেন অশ্বিন। ২০০ ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টে ব্যাট হাতে ১৫১টি ইনিংসে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। ভারতের হয়ে ৩ ফরম্যাট মিলিয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫টি উইকেট নিয়েছেন অশ্বিন।