ভারতীয় দল লর্ডস টেস্টে বড় রানের দিকেই এগোচ্ছিল। কিন্তু ঋষভ পন্ত এবং লোকেশ রাহুলের একটা ভুল সিদ্ধান্তই ভারতকে লিড নেওয়া থেকে বঞ্চিত করে দিল।রবীন্দ্র জাদেজা যদি না থাকতেন, তাহলে ভারতীয় দলের রান আরও কমের মধ্যেই আটকে যেতে পারত। একটা সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ২৪৮, লোকেশ রাহুল এবং ঋষভ পন্তের মধ্যে ১৪১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই একটা মারাত্মক ভুল করে ফেলেন দুজনে।
ঋষভ পন্ত আঙুলের চোট নিয়েই ব্যাটিং করছিলেন। তিনি অর্ধশতরানও করে ফেলেছিলেন হাতে চোট নিয়েই। কিন্তু এরই মধ্যে একটা রান নিতে গিয়ে বেন স্টোকসের হাতে বল দিয়ে দৌড়াতে যান পন্ত, কিন্তু ইংরেজ অধিনায়কের ডাইরেক্ট থ্রোতে সাজঘরে ফিরতে হয় ভারতের সহ অধিনায়ককে। এই স্টোকসকেই তাঁর কয়েক ওভার আগে ছয় মেরে নিজের অর্ধশতরানটি পূর্ণ করেছিলেন ঋষভ।
শোয়েব বাশিরের ওভারে অফ সাইডে একটা শট খেলে, পন্ত দৌড়াতে যান। কল আগে করেছিলেন পন্তই, তাই রাহুলও অনেকটা এগিয়ে যান। ফলে এরপর একটু থেমে গিয়েই পন্ত দৌড়াতে যান, কিন্তু কভার থেকে স্টোকস বল ধরে ডাইরেক্ট হিটে মধ্যাহ্নভোজের আগেই পন্তকে সাজঘরে পাঠিয়ে দেন ইংরেজ অধিনায়ক স্টোকস।
এরকমভাবে সেট ব্যাটারের আউট হওয়া দেখেই প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলে বলছিলেন, ‘আমার মনে হয়েছে, শুরুতে ঋষভই ডেকেছিল। এরপর রান নাও হতে পারে বুঝে পন্ত থেমে যায়, কিন্তু ততক্ষণে রাহুল এগিয়ে আসায় পন্ত নিরুপায় হয়েই দোড়ায়। শুরুতে থেমে যাওয়ার কারণেই আর নির্দিষ্ট সময়ের মধ্যে পন্ত পৌঁছাতে পারেনি ক্রিজে। এই রানটার কোনও মানে ছিল না। আর তো তিনটে বল বাকি ছিল মধ্যাহ্নভোজের আগে। চাইলেই এই বলগুলো ডিফেন্স করে লাঞ্চের পর নিজেদের ছন্দ বজায় রাখতে পারত ’।
১১২ বলে ৭৪ রানের ইনিংস খেলে নিজের শতরানের সুযোগ হাতছাড়া করেন ঋষভ পন্ত। চোটের কারণে পন্ত কিপিংও করতে পারছিলেন না। তবে ব্যাট হাতে তিনি জ্বলে ওঠেন। কুম্বলে এই রান আউট নিয়ে আরও বলেন, ‘এটার দরকার ছিল না। জো রুট তো ৯৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল, ১০০ করার জন্য ওকে ১ রাত অপেক্ষা করতে হয়েছে। সেখানে ওরা এত ভালো পার্টনারশিপ করে ফেলেছিল। ওই আউটটা হওয়াতেই ইংল্যান্ড দ্বিতীয় সেশনে আত্মবিশ্বাস পেয়ে যায় ’। এরপর রাহুল লাঞ্চের পর ফিরে এসে নিজের শতরান করলেও কোথাও যেন মনযোগ নষ্ট হয় তাঁর এবং ১০০ রানের মাথায় তিনি শোয়েব বাশিরের বলে একটু ভুল শট খেলে স্লিপের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।