ব্রিজটাউনের প্রথম টেস্টে ক্যারিবিয়ান বোলাররা চাপে রাখেন অজি ব্যাটারদের। তবে নিজেরা ভালো ব্যাট করতে না পারার মাশুল দিয়ে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। এবার গ্রেনাদাতেও দেখা গেল একই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা প্রশংসনীয় পারফর্ম্যান্স মেলে ধরেন। তবে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে দ্বিতীয় টেস্টও হেরে বসে ক্যারিবিয়ান দল। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় অস্ট্রেলিয়া।
গ্রেনাদায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম ইনিংসে ৬৬.৫ ওভার ব্যাট করে ২৮৬ রানে অল-আউট হয়ে যায়। বিউ ওয়েবস্টার ৬০ ও অ্যালেক্স ক্যারি ৬৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৪টি ও জয়ডেন সিলস ২টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫৩ রানে। তারা ব্যাট করে ৭৩.২ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৩৩ রানে পিছিয়ে পড়ে ক্যারিবিয়ান দল। ব্র্যান্ডন কিং ৭৫ ও জন ক্যাম্পবেল ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার ন্যাথন লিয়ন ৩টি এবং জোশ হেজেলউড ও প্যাট কামিন্স ২টি করে উইকেট দখল করেন।
অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৭১.৩ ওভার ব্যাট করে ২৪৩ রানে অল-আউট হয়ে যায়। স্টিভ স্মিথ ৭১ ও ক্যামেরন গ্রিন ৫২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট পকেটে পোরেন জয়ডেন সিলস, আলজারি জোসেফ ও জাস্টিন গ্রেভস।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৭ রানের। সুতরাং, ক্যারিবিয়ানদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল নাগালে। তবে তারা শেষ ইনিংসে ৩৪.২ ওভার ব্যাট করে মাত্র ১৪৩ রানে অল-আউট হয়ে যায়। রোস্টন চেস ৩৪ ও শামার জোসেফ ২৪ রান করেন। ১৩৩ রানের ব্যবধানে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার হয়ে শেষ ইনিংসে ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথান লিয়ন। ২টি উইকেট নেন জোশ হেজেলউড। ১টি করে উইকেট সংগ্রহ করেন প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টার। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তিনি প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন।