আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের তারকা ব্যাটারকে নিজেদের দলের মেন্টর হিসেবে নিযুক্ত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এমনিতে শেষ কয়েক বছর ধরেই আইসিসির ইভেন্টে পারফরমেন্স বেশ ভালো রশিদ খান, মহম্মদ নবিদের। একাধিক বড় দলকে হারিয়ে তাঁরা দেখিয়ে দিয়েছে, এখন তাঁরা আর হেলাফেলা করার মতো দল নয়।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
ফেবরুয়ারি মাসেই শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। সেই প্রতিযোগিতায় দলের পারফরমেন্স বাড়াতেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খানকে মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত করল আফগান বোর্ড। সাম্প্রতিক সময় আইসিসির ইভেন্টে পাকিস্তানকেও সমানে সমানে লড়াই দিয়েছে আফগানরা।
আরও পড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
আফগানিস্তান দলের কোচ হিসেবে দীর্ঘদিন ধরেই রয়েছেন জোনাথন ট্রট। তাঁর আমলেই আফগানরা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। হারিয়েছিল অস্ট্রেলিয়ার মতো কঠিন দলকেও। ট্রট থাকলেন, তবে মেন্টর হিসেবে রশিদ খানদের সঙ্গে যুক্ত হলেন ইউনিস খান। প্রসঙ্গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওডিআই ফরম্যাট থেকে অবসর নিতে চলেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
ইউনিস খানকে আফগানিস্তান দলের মেন্টর নিযুক্ত করার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত তিনি নিজে যথেষ্ট অভিজ্ঞ ব্যাটার হওয়ায়, চাপের সময় টেম্পারমেন্ট কীভাবে ধরে রাখতে হয় বড় ইভেন্টে সেসবগুলো দলকে বোঝাতে পারবেন, এক্ষেত্রে ভাষা কোনও সমস্যা হবে না। আর দ্বিতীয় কারণ, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তাই সেখানকার পরিবেশ এবং উইকেট কি ধরণের স্ট্র্যাটেজি করা উচিত, তাও ইউনিসের থেকে জেনে নিতে পারবে আফগানরা। সেই জন্যই ট্রটের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির আগে জুড়ে দেওয়া হয়েছে প্রাক্তন পাক ব্যাটারকে।
আরও পড়ুন- ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
২১ ফেবরুয়ারি আফগানিস্তানের প্রথম ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দঃ আফ্রিকার বিরুদ্ধে। ২৬ ফেবরুয়ারি তাঁরা দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৮ ফেবরুয়ারি তাঁদের তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। তিনটি ম্যাচই শুরু ভারতীয় সময় দুপুর ২.৩০টায়।