চলতি বছরের পরীক্ষার পর এবার আসন বণ্টনের দ্বিতীয় রাউন্ডের ফলাফল কবে প্রকাশ পেতে চলেছে, তার দিনক্ষণ প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WBJEEB। আগামী ৩১ জুলাই আসন বণ্টনের দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ পেতে চলেছে। যে সমস্ত পরীক্ষার্থী এই দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের জন্য আবেদন করেছিলেন, তাঁরা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারেন।
জয়েন্টে আসন বণ্টনের দ্বিতীয় রাউন্ডের ফলাফল wbjeeb.in এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এই দ্বিতীয় রাউন্ডের ফলাফল জানতে, ওই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীকে নিজের লগ ইন-এর বিস্তারিত তথ্য জানাতে হবে। লগ ইন করলে, জানা যাবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন কোর্সের জন্য ওই পরীক্ষার্থীর আসন নির্ধারিত হয়েছে। কীভাবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রাউন্ড ২ এর ফলাফল দেখতে হবে, দেখে নিন।
( IAS Centre Death:‘কোচিং কার্যত ব্যবসা হয়ে গিয়েছে, যখনই কাগজ খুলি..’ IAS কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু নিয়ে সরব ধনখড়)
প্রথমেই WBJEEB এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। wbjeeb.in এই ওয়েবসাইটে গিয়ে, লগ ইন করতে হবে। এরপর হোম পেজে গিয়ে WBJEE 2024 এর আসন বণ্টনের দ্বিতীয় রাউন্ডের অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের লগ ইন-এর বিশদ তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এরপরই স্ক্রিনে আসবে রাউন্ড ২ এর আসন বণ্টনের ফলাফল। এরপর দেখ যাবে, আসন বণ্টনের ফলাফল। তারপর তা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।