Viral Math Puzzle: সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি অঙ্ক। হিসেবমতো ক্লাস ওয়ানে এই ধরনের যোগভাগের অঙ্ক থাকে। কিন্তু অনেকেই উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
Ad
ক্লাস ওয়ানের অঙ্ক
Viral Math Puzzle: ক্লাস ওয়ানের অঙ্ক। তাতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা গোটা নেটপাড়ার। কারণ সঠিক উত্তরের খোঁজ পাচ্ছেন না কেউ। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল এমনই একটি সহজ যোগবিয়োগের অঙ্ক।
কোন অঙ্কে হিমশিম সকলে?
অঙ্কটিতে লেখা রয়েছে ৪+২ = ৫+১ এটা যে সত্যি, তা সমাধান না করে প্রমাণ করে দেখাতে হবে। অনেকেই অঙ্কটি দেখা মাত্রই ৪ ও ২, ৫ ও ১ যোগ করে ৬ = ৬ করে দিচ্ছেন। কিন্তু সেটা করা যাবে না, এমনটাই বলা হয়েছে অঙ্কে। ভাইরাল অঙ্কটির এই শর্তেই কুপোকাত নেটদুনিয়া। এই সেই অঙ্ক
অনেকেই অনেকরকম উত্তর লিখছেন। যেমন একজনের কথায় ৪+২ কে ৪+১+১ লেখা যায়। এর পরের ধাপে একেই ৫+১ লিখলেই ‘=’ এর দুই পাশে একই সমীকরণ আসছে। তবে এটাই সঠিক কি না এখনও জানা যায়নি।