বাংলা নিউজ > হাতে গরম > ‘চরম অন্যায় করেছি…’ ২ কুকুরছানাকে লাথি মেরেছিলেন রাজুদা, ক্ষমা চেয়ে কী বললেন? ভাইরাল ভিডিয়ো
ভিড়ের জন্য রাজুদার জায়গা বদল হয়েছে। নতুন ঠাঁই শিয়ালদা সাবওয়ে। কিন্তু সেখানেও নিয়মিত ভিড় হয় ব্লগারদের। সম্প্রতি সেই ভিড় সামলাতে গিয়েই রাজুদা দুটি অবলা ঘুমন্ত কুকুরকে লাথি মারেন। পা দিয়ে তাদের অন্য স্থানে সরাতে যান। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের প্রবল নিন্দা শুরু হয়। বুধবার এক ব্যক্তি গিয়ে রাজুদাকে এই নিয়ে প্রশ্ন করেন। যার জেরে রীতিমতো ক্ষমা চাইতে বাধ্য হন রাজুদা।
আরও পড়ুন - জায়গা কম পড়ছে রাজুদার? অবলা ঘুমন্ত ২ কুকুরকে লাথি মেরে সরালেন! ভাইরাল ভিডিয়ো দেখে ছি ছি নেটিজেনদের
আরও পড়ুন - রাস্তায় পড়ে গিয়েছে পরোটা, ‘মা মাটি মানুষ’-র বলে বেচে দিলেন রাজুদা! চটে লাল নেটপাড়া