কলকাতার একটি নামজাদা স্কুলের এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে তারই 'বন্ধু' তিন কলেজপড়ুয়া তরুণকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, পাঁচমাস আগে ওই ছাত্রীকে 'গণধর্ষণ' করা হলেও এত দিন পুলিশের কাছে কোনও অভিযোগ ছিল না। সেই অভিযোগ দায়ের করা হয় গতকাল (সোমবার - ২৮ এপ্রিল, ২০২৫) রাতে। আর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - সংশ্লিষ্ট কিশোরী দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলে পড়াশোনা করে। প্রায় পাঁচমাস আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে। সেই পার্টির আয়োজন করা হয়েছিল শহরেরই একটি বিলাসবহুল গেস্ট হাউসে। সেই গেস্ট হাউস রয়েছে কোনও এক বহুতলে।
অভিযোগ হল, সেই পার্টিতে নাবালিকা যায়। এবং সেখানে তাকে মদ্যপান করানো হয়। তারপর একে একে তাকে ধর্ষণ করে তারই তিন 'বন্ধু'। অভিযুক্তরা সকলেই কলেজে পড়েন বলে জানা গিয়েছে। কিন্তু, এই ঘটনার পরও কাউকে কিছু জানায়নি ওই নাবালিকা। তবে, সে অবসাদে ভুগতে শুরু করে।
জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা বিদেশে থাকতেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। মেয়ের আচরণগত বদল দেখে সন্দেহ হয় তাঁর। এর কারণ জানতে সরাসরি মেয়ের সঙ্গে কথা বলেন তিনি। তখনই ছাত্রী তার বাবাকে সব জানায়, কান্নাকাটি শুরু করে।
এরপরই সোমবার রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে রাতেই তিন অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।ে