টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত। তার সঙ্গে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি-র তরফে জলছাড় শুরু হওয়ার কারণে হুগলি ও বাঁকুড়ার একাধিক নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রবিবার সকালে রূপনারায়ণ নদী প্রাথমিক বিপদসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে দামোদর, মুন্ডেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: DVC কত জল ছেড়েছে ২ মাসে? রাজ্যসভায় জানাল কেন্দ্র, তথ্য গোপনের অভিযোগ TMC’র
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই সেচ প্রকল্পের মাধ্যমে ৫২,৫৫০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এই জল দামোদর ও মুন্ডেশ্বরী নদীর মাধ্যমে নিচু অঞ্চলে পৌঁছাবে। জলস্তর বৃদ্ধির ফলে ইতিমধ্যেই আরামবাগ মহকুমার নিচু এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার গভীর রাতে খানাকুলের রামমোহন ২ পঞ্চায়েতের সেকেন্দারপুরে একটি কাঁচাবাড়ির দেওয়াল ধসে পড়ে। বাসিন্দা শেখ নাসিরুদ্দিন ও তাঁর পরিবার অল্পের জন্য রক্ষা পান। তবে বাড়ি ভেঙে যাওয়ায় পরিবারটি ত্রিপল খাটিয়ে থাকতে বাধ্য হয়েছে। নাসিরুদ্দ্দিন জানান, তাঁর নাম আবাস প্রকল্পে আছে, কিন্তু এখনও বাড়ি পাননি। প্রশাসন কিছু খাবার দিয়েছে, কিন্তু বাসস্থান না হলে তাঁরা কোথায় থাকবেন জানেন না।
পঞ্চায়েতের সহ সভাপতি মিন্টু পাল জানান, কাঁচাবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরিবারটির জন্য ত্রিপল এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হবে। সরকারি তহবিল ব্যবহার করে নতুন বাড়ি নির্মাণ প্রক্রিয়া শুরু করা হবে। হুগলি জেলার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র সিংহ জানান, রূপনারায়ণের জলস্তর প্রাথমিক বিপদসীমা অতিক্রম করেছে। বাঁকুড়া জেলায় অতিবর্ষণের কারণে জলস্তর বাড়লেও বর্তমানে বৃষ্টিপাত কমে যাওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা নেই। বিভিন্ন বাঁধ মেরামতি করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। খানাকুল ২ ব্লকের বিডিও মহম্মদ জাকারিয়া জানান, নদীর জল কিছুটা বাড়লেও মারোখানা, জগৎপুরসহ নিচু এলাকায় জল এখনও জমে রয়েছে। ডিভিসি থেকে জল ছাড়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পঞ্চায়েতগুলিকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিচু এলাকায় জল জমার কারণে এবার আমন ধানের ক্ষতি হয়েছে। গড়েরঘাটের বাসিন্দারা জানাচ্ছেন, নদীতে জল বাড়ায়, বিশেষত ডিভিসি জল ছাড়ার প্রভাব সোমবার থেকে পড়তে পারে। ফসলের অনেক ক্ষতি হয়েছে।