বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবার শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, পর্যটন মানচিত্রেও নিজের নাম তুলতে চলেছে। মহান সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিশ্ববিদ্যালয় চত্বরে গড়ে উঠছে বিদ্যাসাগর মিউজিয়াম। আশা করা হচ্ছে, এই উদ্যোগ গবেষক থেকে সাধারণ দর্শনার্থী সবার কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে।
আরও পড়ুন: বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বিতর্ক, বিদ্যাসাগরের উপাচার্যের পদত্যাগ দাবি ABVP-র
মিউজিয়াম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিবাজী প্রতিম বসু এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শিক্ষাবিদকে। পাশাপাশি বীরসিংহ ও কার্মাটাঁড়ের বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটিকেও যুক্ত করা হচ্ছে এই প্রকল্পের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দীপককুমার কর জানিয়েছেন, প্রাক্তন উপাচার্যদের সম্মান জানাতেই তাঁদের ঘরেই এই মিউজিয়াম গড়ে তোলা হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগরের জীবন ও দর্শনকে নানা পদ্ধতিতে উপস্থাপন করা হবে। গুরুত্বপূর্ণ ঘটনাগুলি দেখানো হবে মডেল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে।বিদ্যাসাগরের লেখা ও কাজ নিয়ে তৈরি হবে আর্কাইভ। চেষ্টা করা হবে তাঁর সমস্ত রচনা, নথি, চিঠিপত্র এবং ‘রেয়ার ফটো’ এক জায়গায় সংগ্রহ করতে। যদি সব নথি হাতে পাওয়া সম্ভব না হয়, তবে সেগুলিকে ভিডিয়ো বা ডকুমেন্টেশন আকারে রাখা হবে।