হাওড়ার বাগনান থানার বরুন্দা এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক কনস্টেবল। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই রোডের ধারে দাঁড়ানো পুলিশের গাড়িতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় কনস্টেবল রামপদ মণ্ডলের (৫৬)। গুরুতর আহত হন এক সাব-ইন্সপেক্টরসহ আরও দুই পুলিশকর্মী। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোটের আগেই দৌড় করাল গ্রামবাসীরা!বিহারে মন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা,আহত দেহরক্ষী
জানা গিয়েছে, রামপদ মণ্ডল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। গত বছর সেপ্টেম্বরে তাঁর পোস্টিং হয়েছিল বাগনান থানায়। বাড়িতে রয়েছেন স্ত্রী ও বৃদ্ধা মা। ঘটনার দিন বিভিন্ন এলাকায় টহল শেষ করে থানার গাড়িটি বরুন্দা এলাকায় রাস্তার ধারে দাঁড় করানো ছিল। ড্রাইভার ও কয়েকজন পুলিশকর্মী নামেন ফ্রেশ হওয়ার জন্য। রামপদ গাড়ির পিছনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই দ্রুতগতির ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে পুলিশের গাড়িতে। চাপা পড়ে গুরুতর জখম হন রামপদ। ধাক্কার তীব্রতায় গাড়িটি অন্যান্য পুলিশকর্মীদেরকেও আঘাত করে এবং রাস্তার খাতে গিয়ে পড়ে। ঘাতক গাড়িটি কিছু দূরে গিয়ে গাছে ধাক্কা মারে। তড়িঘড়ি আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা রামপদকে মৃত ঘোষণা করেন। বাকি আহত পুলিশকর্মীরা বিপদ মুক্ত।