রাস্তায় নোট পড়ে থাকতে দেখলে কৌতূহল হওয়ার স্বাভাবিক। কিন্তু সেই নোট তুলে হাতে নিতেই চক্ষু ছানাবড়া হয়ে গেল এক যুবকের। কারণ নোটগুলি ভারতের নয়, পাকিস্তানের। সম্প্রতি কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায় উদ্ধার হয় এই নোট। কিন্তু মেখলিগঞ্জের মতো গ্রামীণ এলাকায় নোট কীভাবে এসে পৌঁছাল তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। প্রশাসনকে এই ব্যাপারে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জিও করা হয়। পুলিশের তরফে ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন - প্রথম দিনের এসি লোকাল ধরতে বনগাঁয় ভিড় কেমন? টিকিটের দাম নিয়ে কী বললেন যাত্রীরা
কীভাবে উদ্ধার নোট?
স্থানীয়দের কথায়, এলাকার যুবক প্রফুল্ল রায় মঙ্গলবার রাতে বাজার করতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। সেই সময় হঠাৎ রাস্তায় দুটি নোট পড়ে থাকতে দেখেন। নোট দিদির হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই আশ্চর্য হন তিনি। কারণ নোটের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান কথাটি লেখা। সংবাদমাধ্যমকে প্রফুল্ল বলেন, তিনি একটি ১০০ টাকার এবং একটি ১০ টাকার নোট পেয়েছিলেন। এছাড়া আর অন্য কোন নোট সেখানে পড়েছিল কি না তা দেখেননি। তবেই নু দুটির ওপর স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান লেখা দেখেই তিনি চমকে যান।
আরও পড়ুন - ‘বিহার আর বিড়ি…’ ভোটের জন্য বিড়িতে করছাড়? কেন্দ্রকে তোপ কংগ্রেসের
নাশকতার ছক?
ঘটনাটি চাঞ্চল্য ছড়াতে খুব বেশি সময় নেয়নি। স্থানীয়দের অনেকেই এই ঘটনা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুদিন আগেই জঙ্গিপ্রবেশ নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল উত্তরবঙ্গের একাধিক এলাকা ও জেলাকে। এর মধ্যেই এমন নোট উদ্ধার করার পর অনেকের অনুমান, এলাকায় ভিনদেশি কোনও নাগরিক পরিচয় গোপন করে লুকিয়ে রয়েছে। নাশকতার আশঙ্কা কমাতে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে আর্জি করেছে স্থানীয়রা।