মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যে শ্রমশ্রী প্রকল্পে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে শ্রম দফতরের কর্মীরা আবেদনপত্র সংগ্রহ শুরু করেছেন। পাশাপাশি, দফতরের স্থানীয় আধিকারিকেরাও মাঠে নেমে আবেদনপত্র গ্রহণের কাজ চালাচ্ছেন। চলতি সপ্তাহেই প্রকল্পের জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা। তখন রাজ্যজুড়েই এই প্রকল্পে নাম নথিভুক্তির গতি আরও বাড়বে। তবে এই আবহে ভুয়ো আবেদনের প্রবণতা রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দিল নবান্ন।
আরও পড়ুন: শ্রমশ্রী’র পোর্টাল চালু হতে লাগবে আরও সময়, আপাতত অফলাইনেই হবে অন্তর্ভুক্তি
শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের সঙ্গে একটি প্রমাণপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যেখানে উল্লেখ থাকবে ভিনরাজ্যে কাজ করার পরিচয়। যদিও এটি বাধ্যতামূলক নয়, তবে এর অভাবকে অনেকেই অপব্যবহার করতে পারেন বলে আশঙ্কা দফতরের। অভিযোগ উঠতে পারে, প্রকৃত পরিযায়ী না হয়েও কেউ এই প্রকল্পের সুবিধা নিতে চাইতে পারেন। তাই ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত আধিকারিকদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন। শ্রম দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য খুব স্পষ্ট, ভিনরাজ্যে আক্রান্ত বা বিপদে পড়ে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম সুরক্ষা দিতে হবে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত হলে আগামী এক বছরের জন্য তাঁদের মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এ সময়ের মধ্যে তাঁরা যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, তবে এই ভাতাই তাঁদের ভরসা হবে। শুধু সুবিধা পৌঁছে দেওয়াই নয়, অসাধু আবেদনকারীদের আটকানোও রাজ্যের কাছে বড় দায়িত্ব।