ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গন্তব্যস্থল বর্ধমান। জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার ২৬ অগস্ট তিনি পৌঁছাবেন বর্ধমানে। প্রশাসনিক বৈঠক, সরকারি প্রকল্পের সুফল সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া, এমনকি নতুন কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তাঁর জেলা সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। (আরও পড়ুন: বাংলাদেশিদের পুশ ব্যাক নিয়ে টানাপোড়েনের মাঝেই আজ ঢাকায় বৈঠকে বসবে BSF-BGB)
আরও পড়ুন: কমিশনের চাপে একটু মাথা নোয়াল মমতা সরকার! ডায়মন্ডের ২ অফিসার-সহ ৭ IPS-র বদলিও হল
সূত্রের খবর, এদিনের বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমানের সমস্ত শীর্ষ আধিকারিককে হাজির থাকতে বলা হয়েছে। থাকবেন দুই জেলার জেলাশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন দফতরের কর্তারাও। মূলত সরকারি প্রকল্পের বাস্তবায়ন, চলমান কাজের অগ্রগতি এবং মানুষের সমস্যার সমাধানই হবে বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী এদিন জমির পাট্টা বিলি করতে পারেন বলে জানা গিয়েছে। কোথায় হবে মুখ্যমন্ত্রীর সভা, তা নিয়ে প্রথমে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। পুলিশ লাইনের মাঠ ও বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠের মধ্যে বাছাই প্রক্রিয়া চলে। শেষ পর্যন্ত মিউনিসিপ্যাল স্কুলের মাঠকেই নির্দিষ্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং সরকারি সুবিধা বিলি করবেন। সভা শেষে তিনি জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন বলেও প্রশাসন সূত্রে খবর। (আরও পড়ুন: কীভাবে করা হয়েছিল ধর্ষণের ভিডিয়ো? কসবাকাণ্ডের চার্জশিটে বিবরণ দিল পুলিশ)
গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতে বর্ধমান শহরের একাধিক রাস্তার বেহাল দশা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর সফরের আগেই সেসব রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। কাজ চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করতে জাতীয় সড়ক থেকে শুরু করে শহরের ভেতরের রাস্তাগুলিও পরিষ্কার ও মেরামত করা হচ্ছে। পাশাপাশি, সভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের একাধিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। এবারের সফরে মুখ্যমন্ত্রী একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন বলেই খবর। তবে এখনও পর্যন্ত সেই প্রকল্পগুলির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন নড়েচড়ে বসেছে। মানুষ যাতে সরাসরি সরকারি সুবিধা পান, সেই দিকে জোর দেওয়া হবে। একই সঙ্গে কিছু নতুন প্রকল্পের সূচনাও হতে চলেছে। তবে চূড়ান্ত তালিকা খুব শিগগিরই তৈরি হবে। শনিবারই জেলাশাসক আয়েশা রানি এ এবং জেলা পুলিশ সুপার সায়ক দাস মিউনিসিপ্যাল স্কুল মাঠ ঘুরে দেখেন। সভাস্থলের মঞ্চ তৈরি থেকে শুরু করে বসার জায়গার ব্যবস্থা সব কিছু খুঁটিয়ে দেখা হয়েছে। প্রশাসনিক কর্তাদের মতে, মুখ্যমন্ত্রীর সফরের দিন যাতে কোনও ত্রুটি না থাকে, সেজন্য আগেভাগেই সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।