OMR sheet: কোন সংস্থা নষ্ট করত ওএমআর শিট, আদালতে জানাল কমিশন
1 মিনিটে পড়ুন Updated: 22 Mar 2023, 10:21 PM ISTChiranjib Paul
নিয়ম অনুযায়ী, কোনও নিয়োগ পরীক্ষার পর একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়।
ওএমআর শিট নষ্ট করার আগে সেগুলি স্ক্যান করে মিরর ইমেজ হিসাবে রাখা হতো।
কোন সংস্থাকে দিয়ে নষ্ট করা হতো ওএমআর শিট গ্রুপ সি নিয়োগ মামলায় সেই তথ্য সামনে এল। আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, মেসার্স বালাজি সলিউশনকে দিয়ে এই কাজ করাতো তারা।
নিয়ম অনুযায়ী, কোনও নিয়োগ পরীক্ষার পর একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়। এসএসসি-র সেই কাজ করত বালাজি সলিউশন।
বুধবার হাইকোর্ট চাকরি হারাদের আইনজীবী প্রশ্ন করেন, যদি ওএমআর শিট নষ্ট করা হয়ে থাকে তবে সিবিআই কোথা থেকে বিকৃত ওএমআর শিট পেল। উত্তরে কমিশন জানিয়েছে, ওএমআর শিট নষ্ট করার আগে সেগুলি স্ক্যান করে মিরর ইমেজ হিসাবে রাখা হতো। তাই সিবিআই-এর দেওয়া ওএমআর শিট নিয়ে কোনও প্রশ্ন কমিশন তোলেনি।
এর আগে সিবিআই ওএমআর শিটে কারচুপির রিপোর্ট আগেই দিয়েছিল আদালতে। সেই রিপোর্ট বলা হয়েছিল, গাজিয়াবাদ থেকে ৩ হাজার ৪৭৮টি ওএমআর শিট উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে ৩০০ টি ঠিক। বাকিগুলি বিকৃত করা হয়। সেই প্রকাশ করতে বলেছিল আদালত। সেই মতো শিট প্রকাশ করে সিবিআই।