প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের দাবি, প্রশিক্ষণরতরা টেট দিতে পারবে বলে নির্দেশিকার যে অংশে উল্লেখ করা হয়েছে তা খরিজ করতে হবে। এর আগে বিএড ডিগ্রিধারীদের টেট-এ বসতে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টে মামলা হয়েছে বৃহস্পতিবার।আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ – ২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষণরত ডিএলএড, ডিএড ও বিএড পরীক্ষার্থীদের প্রাথমিক টেটে বসার অনুমতি দেওয়া হয়েছে। মামলাকারীদের প্রশ্ন, ইতিমধ্যে পর্যাপ্ত প্রশিক্ষিত প্রার্থী থাকতে প্রশিক্ষণরতদের কেন সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদ? ২৯ সেপ্টেম্বর জারি বিজ্ঞপ্তি থেকে এই অংশ বাদ দিতে হবে।বৃহস্পতিবার একই রকম একটি মামলায় বিএড উত্তীর্ণদের টেটে বসার সুযোগ দেওয়ার বিরোধিতায় হাইকোর্টে মামলা হয়েছে। সোমবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তি জারি হতেই একের পর এক মামলায় টেটের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত চাকরিপ্রার্থীদের একাংশ।