বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC-Congress Link Latest Update: বিহার নির্বাচনের প্রচারে মমতা? রাহুলের প্রস্তাবে কার্যত 'দিশাহীন' বঙ্গ কংগ্রেস
পরবর্তী খবর
সদ্য তৃণমূলের লোকসভার নেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই নাকি দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ একঘণ্টার একান্ত বৈঠক করেছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক। রিপোর্টে দাবি করা হচ্ছে, অভিষেককে নাকি নিজে ফোন করে রাহুল গান্ধী তাঁর গৃহপ্রবেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিকে বৈঠকে নাকি রাহুল প্রস্তাব দেন, আগামী ১ সেপ্টেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলা বিরোধীদের সমাবেশে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। (আরও পড়ুন: বসিরহাটে তৃণমল নেতার হাতে হেনস্থার শিকার আইপ্যাকের ২ কর্মী, ছোড়া হয় চেয়ার)