বিগত দিনে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে একধিক অভিযোগ করে এসেছে বিজেপি। এদিকে বিভিন্ন সময়ে তৃণমূলের অনেক নেতাও নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন আইপ্যাক নিয়ে। তবে সাম্প্রতিককালে তৃণমূল নেতাদের কাউকে সেভাবে আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইপ্যাক নিয়ে বার্তা দেওয়ার পর থেকেই সেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তবে এবার আইপ্যাকের কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধেই। জানা গিয়েছে, আইপ্যাক কর্মীদের লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন তৃণমূল নেতা।
অভিযোগ, উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকিতে আইপ্যাকের দুই কর্মীকে হেনস্থা করেন তৃণমূলেরই স্থানীয় এক নেতা। গত বুধবার এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযুক্ত নেতা হলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক ও জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। রিপোর্ট অনুযায়ী, গত বুধবার দক্ষিণ বিধানসভার নেতাদের নিয়ে টাকিতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই ছিলেন আইপ্যাকের দুই কর্মী। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সময়ই নাকি আইপ্যাকের ওই ২ কর্মীর ওপর মেজাজ হারান শাহানুর।
এর আগে লোকসভা ভোট পরবর্তী সময়ে আইপ্যাক এবং তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছিল। সেই সময় এক দলীয় বৈঠকে মমতা নাকি নিজেই বলেছিলেন, 'কোনও প্যাক-ফ্যাকের কথা শুনবেন না।' পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে বলেছিলেন, 'পিকের আইপ্যাক এটা নয়। ওরা অন্য জায়গায় কাজ করে। ও একটা রাজনৈতিক দলও করেছে। এটা একটা নতুন টিম। সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন! তার কারণ, আপনাদের বুঝতে হবে, কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে।' মমতার সেই বক্তব্যের পর থেকে আইপ্যাকের বিরুদ্ধে সেভাবে নেতিবাচক কথা বলতে শোনা যায়নি তৃণমূলের কোনও নেতাকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপিও পেশাদার পরামর্শদাতা সংস্থা দিয়ে বাংলায় কাজ করাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই আবহে বিজেপিকে মোকাবিলা করতে আইপ্যাকেই ভরসা রেখেছেন মমতা-অভিষেকরা। তবে এরই মধ্যে বসিরহাটের ঘটনায় অস্বস্তি বাড়তে পারে দলের। এই ঘটনায় হেনস্থার শিকার হওয়া এক আইপ্যাক কর্মী সংবাদমাধ্যমে দাবি করেছেন, বিষয়টি তাঁরা তৃণমূল নেতৃত্বকে জানাবেন। যা সিদ্ধান্ত নেওয়ার তাঁরাই নেবেন।