অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠল কলকাতার বিদ্যাসাগর হাসপাতালে। সোমবার ও মঙ্গলবার মিলিয়ে কমপক্ষে তিনজন রোগীর মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আছে। কিন্তু ফ্লো মিটারের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। যমুনা নাথ নামে মৃত এক রোগীর পরিবারের দাবি, শ্বাসকষ্টের সমস্য়া নিয়ে সোমবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। ভরতি করার পর থেকেই ঠিকভাবে মেলেনি অক্সিজেন। বরং পরিবারকেই অক্সিজেনের বন্দোবস্ত করতে বলা হয়। অভিযোগ, শুধু যমুনাকেই নয়, হাসপাতালের একাধিক রোগীর পরিবারকে একই সমস্যার মুখে পড়তে হয়। রোগীদের ঘুরিয়ে-ফিরিয়ে অক্সিজেন দেওয়া হতে থাকে। তারইমধ্যে মঙ্গলবার সকালে মৃত্যু হয় যমুনার। সেইসঙ্গে সোমবার থেকে নিমাই পাল এবং মানোয়ারা বেগম নামে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু সরকারি হাসপাতালে অক্সিজেন 'না পেয়ে' মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে অঢেল অক্সিজেনের সিলিন্ডার পড়ে আছে। কিন্তু ফ্লো মিটারের অভাবে সেই সিলিন্ডার অকেজো হয়ে পড়ে রয়েছে। তা ব্যবহার করা যাচ্ছে না। অক্সিজেন সিলিন্ডারের মুখে লাগানো সেই ফ্লো মিটার লাগানো থাকে। সিলিন্ডার থেকে কতটা মাত্রায় অক্সিজেন রোগীর শরীরে যাবে, তা ফ্লো মিটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ফলে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে ফ্লো মিটার অত্যন্ত জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সোমবার একটি সংস্থাকে ২০ টি ফ্লো মিটারের বরাত দেওয়া হয়েছে। কিন্তু তা এখনও হাতে আসেনি বলে সমস্যা হচ্ছে।