
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পশ্চিমবঙ্গবাসীর জন্য ২-এর সুবিধা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে প্রত্যেক রাজ্যবাসী শাসকদল তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে ভোট দেন। ()
এই দাবির তদন্তে নেমে আমরা দেখতে পাই, একটি নামের ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু সেই লিঙ্কটিতে খুললে দেখা যায় Service Unavailable লেখাটি আসছে।
হল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। যার সঙ্গে ভাইরাল পোস্টে দেওয়া ওয়েবসাইটের কোনও মিল নেই। ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে, এই সংক্রান্ত কোনও সংবাদও আমরা খুঁজে পাইনি।
-এর সাহায্যে তদন্ত করতে উক্ত ওয়াবসাইটটি সম্পর্কেকে কোনও যাথযথ তথ্য আমরা পাইনি।
কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফেও ভাইরাল পোস্টটিকে ভুয়ো দাবি করে এক্স হ্যান্ডেলে জানান হয়েছে। এমনকী উক্ত লিঙ্কটিতে ক্লিক করলে আর্থিক জালিয়াতির মুখে পড়তে হতে পারে বলেও, সতর্কবার্তা দিয়েছে পুলিশ।
ফলে এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল দাবিটা সত্যি নয়। বরং সেটা একটি স্ক্যাম বা লোক ঠাকনোর ফন্দি।
Result: False
(এই খবরটি Newschecker দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: )
6.88% Weekly Cashback on 2025 IPL Sports